ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় দীর্ঘ পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তির আগুন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় হাজারের মতো ঘর পুড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৫ নভেম্বর) মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে সাতটি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা বাড়ায় ধাপে ধাপে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট বাড়িয়ে করা হয় ১৬টি, পরে আরও তিনটি যোগ হয়ে মোট ১৯টি ইউনিট কাজ শুরু করে। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় দেড় হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের উৎস জানা যাবে। কেউ হতাহত হয়েছে- এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, বুধবার ভোরের আলো ফুটতেই রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ আগুনের ক্ষতচিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনে ঠাঁই হয়েছে বহু পরিবারের।
সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্তরা পরিবার-পরিজন নিয়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। অনেকেই নিজেদের ঘরের ধ্বংসস্তূপে ফিরে সামান্য যা অবশিষ্ট আছে তা সংগ্রহের চেষ্টা করছেন।
কারও কারও হাতে কেবল অর্ধদগ্ধ কিছু কাপড়, ভাঙা জিনিসপত্র- আর কিছুই নেই। চারদিকে কেবল ধ্বংসস্তূপ, কংক্রিট, টিন আর পোড়া কাঠের গন্ধ- আগুন তাদের প্রায় সবকিছুই গ্রাস করে নিয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ