দ্বিতীয় টেস্টে প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজকে ২০৫ রানে অলআউট করেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ধসিয়ে দিতে ব্লেয়ার টিকনার চারটি ও মাইকেল রে তিনটি উইকেট শিকার করেছেন।
নিউজিল্যান্ড টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ভালো সূচনা পায়। জন ক্যাম্পবেল ও ব্রেন্ডন কিং ৬৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। তবে ক্যাম্পবেলকে আউট করেন রে, আর হজ ও কিংকে আউট করেন টিকনার।
চতুর্থ উইকেটে শাই হোপ ও রস্টন চেইজ ৬০ রানের জুটি গড়লেও হোপ ও চেইজকে শিকার করেন টিকনার। পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজের বাকি পাঁচ উইকেট দ্রুত পড়ে ২০৫ রানে ইনিংস শেষ হয়।
নিউজিল্যান্ডের পক্ষে হেনরি-স্মিথের চোটে একাদশে সুযোগ পাওয়া টিকনার ও রে দারুণ বোলিং করেন। টিকনার চার উইকেট ও রে তিন উইকেট নেন। গ্লেন ফিলিপস ও জ্যাকব ডাফি একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের প্রথম দিনে ২৪ রান সংগ্রহ করেছে। ক্রিজে আছেন ওপেনাররা টম ল্যাথাম ও ডেভন কনওয়ে।
বিডি-প্রতিদিন/আশফাক