অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে ইংল্যান্ডের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। টানা পরাজয়ের পর দলের ভাঙা মানসিকতার দায় দেখছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে তিনি দলকে দুর্বল মনে করছেন না, বরং দ্রুত আত্মবিশ্বাস ফিরে পাওয়ার তাগিদ দিয়েছেন।
ইংল্যান্ডের অস্ট্রেলিয়া সফরের শুরুটা বাজে হয়েছে। প্রথম টেস্টে দুই দিনে বিধ্বস্ত হন সফরকারীরা। দ্বিতীয় টেস্টে ব্রিজবেনে কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে পরাজয় এড়াতে পারেনি ইংলিশ দল। গ্যাবায় প্রথম ইনিংসে জো রুটের শতকের পরও ৩৩৪ রানে থামে ইংল্যান্ড, আর অস্ট্রেলিয়া কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি ছাড়াই ৫১১ রান সংগ্রহ করে।
দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড দ্রুত হারের মুখে পড়ে। বেন স্টোকসের ফিফটি এবং উইল জ্যাকসের কার্যকর ব্যাটিং সত্ত্বেও অস্ট্রেলিয়াকে মাত্র ৬৫ রানের লক্ষ্য দিতে পারে ইংল্যান্ড, যা ১০ ওভারে অতিক্রম করে স্বাগতিকরা।
ফলস্বরূপ, পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ড এখন ২-০ তে পিছিয়ে। ২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়ার কাছে থাকা সিরিজটি পুনরুদ্ধারের জন্য শেষ তিন ম্যাচে জয় প্রয়োজন। তবে অ্যাশেজ ইতিহাসে প্রথম দুই ম্যাচ হারা দলের ট্রফি জয়ের নজির শুধু একবার, ১৯৩৬-৩৭ মৌসুমে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে।
স্টোকস বলেছেন, 'খুবই হতাশাজনক। চাপের মুহূর্তে আমরা যথেষ্ট ভালো পারফর্ম করতে পারিনি। মাঝেমধ্যে আমরা কিছুটা নিয়ন্ত্রণে আসি, কিন্তু আবার সেটি হারাই। আমাদেরকে তিনটি বাকি ম্যাচে লড়াকু মানসিকতা দেখাতে হবে এবং সমাধান খুঁজে বের করতে হবে।'
তৃতীয় টেস্ট অ্যাডিলেইডে শুরু হবে ১৭ ডিসেম্বর।
বিডি প্রতিদিন/মুসা