প্রিমিয়ার লিগে দুই গোলে এগিয়ে থাকা লিভারপুল শেষ মুহূর্তে গোল খেয়ে লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। শনিবার লিডসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে উগো একিটিকের জোড়া গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে ২-০ ব্যবধানে এগিয়েছিল লিভারপুল।
কিন্তু ৭০তম মিনিটে লিডসের ডমিনিক ক্যালভার্ট-লুইন ও আন্টোন গোল করে সমতা ফেরান। লিভারপুল হাঙ্গেরির ডমিনিক সোবোসলাইয়ের গোলে আবারও এগিয়ে যায়, কিন্তু যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জাপানের তানাকার গোলে লিডস ম্যাচে সমতা এনে দেয়।
এ ফলাফলে লিভারপুল লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল। ১৫ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ২৩, তারা এখন অষ্টম স্থানে রয়েছে। লিডস ইউনাইটেড ১৬ নম্বরে রয়েছে ১৫ পয়েন্ট নিয়ে।
প্রথমার্ধে উভয় দলেই লক্ষ্যভ্রষ্ট শটের আধিক্য থাকলেও গোলের দেখা পাননি, লিভারপুলের আটটি ও লিডসের পাঁচটি শট ছিল লক্ষ্যভ্রষ্ট। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার সঙ্গে সঙ্গে লিভারপুলের আক্রমণ কার্যকর হয়েছিল, তবে শেষ মুহূর্তে লিডসের জাপানি মিডফিল্ডার তানাকার দুর্দান্ত সমতার গোলে মাঠ মাতিয়ে দেন।
বিডি প্রতিদিন/মুসা