অ্যাস্টন ভিলার দারুণ জয়ে দিনের শুরুতে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে কিছুটা নড়াচড়া দেখা গেলেও, শেষ পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রাখল ম্যানচেস্টার সিটি। পরের ম্যাচেই সান্ডারল্যান্ডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে আবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গুয়ার্দিওলার শিষ্যরা।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে রুবেন দিয়াস, ইয়োশকো ভার্দিওল ও ফিল ফোডেনের তিন গোলেই সহজ জয় তুলে নেয় গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
শুরুর ২০ মিনিটে কয়েকটি সুযোগ নষ্ট করার পর ৩১তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে রুবেন দিয়াসের জোরালো শট প্রতিপক্ষ ডিফেন্ডার ড্যানিয়েল ব্যালার্ডের গায়ে লেগে দিক বদলে জালে প্রবেশ করে।
চার মিনিট পর কর্নার থেকে আসে দ্বিতীয় গোল। ফিল ফোডেনের তোলা বল দূরের পোস্টে হেড করে লক্ষ্যভেদ করেন ক্রোয়াট ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওল।
বিরতির পর আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। ৫২তম মিনিটে সিটির দুর্ভাগ্য জেরেমি ডোকুর কোনাকুনি শট পোস্টে লাগে, ফেরত বলে ফোডেনের শট প্রতিহত হয় ডিফেন্ডারের দেয়াল গড়ে। পাল্টা আক্রমণে দারুণ একটি সুযোগ পেলেও ওয়ান-অন-ওয়ানে উইলসনের শট ফিরিয়ে দেন সিটির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। কিছুক্ষণ পর গ্রানিত জাকার শটও পোস্টে লেগে ফিরে আসে।
৫৯তম মিনিটে গোলের সামনে দাঁড়িয়ে গেলেও আর্লিং হলান্ডের শট গোললাইনেই প্রতিহত হয়। তবে ৬৪তম মিনিটে ব্যবধান বাড়িয়ে ম্যাচে সিটির জয় প্রায় নিশ্চিত করে দেন ফিল ফোডেন। রায়ান শের্কির দারুণ রাবোনা ক্রসে হেড করে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড।
প্রিমিয়ার লিগে এটি ফোডেনের টানা তৃতীয় ম্যাচে গোল। আগের দুই ম্যাচে করেছিলেন জোড়া গোল।
এরপরই হলান্ড, ফোডেন ও ভার্দিওলকে বদলি করেন কোচ গুয়ার্দিওলা। শেষদিকে সিটির আক্রমণের তীব্রতা কমে এলেও তাদের কোনোভাবেই চাপে ফেলতে পারেনি সান্ডারল্যান্ড। বরং যোগ করা সময়ে মাথেউস নুনেসকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সান্ডারল্যান্ডের লুক টেরি।
দিনের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হেরে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল, ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩। সান্ডারল্যান্ডকে হারিয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফের সিটি। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে অ্যাস্টন ভিলা।
বিডি প্রতিদিন/মুসা