১৭ বছর বয়সেই আলোচনায় মিসরীয় তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। আফ্রিকার শক্তিশালী ক্লাব আল আহলির সিনিয়র দলে সদ্য অভিষেকের পড় অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের সুবাদে নজর কেড়েছেন তিনি।
তার পারফরম্যান্সেই নজরে পড়েছেন ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের। তবে দৌড়ে সবার চেয়ে এগিয়ে এখন বার্সেলোনা। স্প্যানিশ দৈনিক স্পোর্ট জানিয়েছে, চলতি বছরের শেষের আগেই হামজাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা। আলোচনাও অনেক এগিয়েছে। প্রথম ধারে নিয়ে পরে স্থায়ীভাবে কেনার অপশন রাখতে চায় কাতালান ক্লাবটি। সব ঠিক থাকলে জানুয়ারির শুরুতেই তিনি যোগ দিতে পারেন বার্সা অ্যাতলেটিক দলে।
বার্সেলোনায় যোগ দেওয়ার ব্যাপারে হামজা নিজেই অত্যন্ত আগ্রহী বলে জানা গেছে। ইউরোপে সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এই তরুণ ফরোয়ার্ড। বার্সা আগ্রহ দেখানোর পরই অন্য সব ক্লাবের সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছেন। তার প্রতি বায়ার্ন মিউনিখ ও এসি মিলানও আগ্রহ দেখালেও মাঠের লড়াইয়ে এগিয়ে আছে বার্সা।
কাতারে অনুষ্ঠিত সাম্প্রতিক অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হামজাকে স্কাউট করে বার্সেলোনা। গোল করার দক্ষতা, শারীরিক সামর্থ্য ও পজিশনিং দেখে স্কাউটরা তার বিষয়ে ইতিবাচক রিপোর্ট দেয়। এরপরই শুরু হয় আল আহলির সঙ্গে আলোচনা।
আল আহলি হামজাকে ছাড়তে রাজি, তবে চায় ভালো আর্থিক সুবিধা। বার্সার প্রস্তাবে থাকছে স্থায়ী ফি, পারফরম্যান্স বোনাস, ভবিষ্যতে প্রথম দলে উঠলে অতিরিক্ত সুবিধা এবং আগামীতে বিক্রি হলে আল আহলির জন্য একটি শতাংশ। এই মডেল অনেকটা পেদ্রিকে লাস পালমাস থেকে আনার সময়কার মতো।
জানুয়ারিতেই হামজার বয়স ১৮ পূর্ণ হবে, তাই চুক্তি করতে বয়সজনিত কোনো বাধা থাকবে না। সব কিছু ঠিক থাকলে বছরের শেষেই বার্সায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
বিডি প্রতিদিন/কামাল