ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৫৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই চালিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ৭২ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়লেও দলের হাল ধরেছেন শাই হোপ ও জাস্টিন গ্রিভস।
চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২১২ রান। অপরাজিত আছেন হোপ ১১৬ ও গ্রিভস ৫৫ রানে। জয়ের জন্য ক্যারিবীয়দের এখনও প্রয়োজন ৩১৯ রান।টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজই। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা।
এর আগে, চতুর্থ দিনের শুরুতে ৪১৭ রানে ইনিংস শুরু করা নিউজিল্যান্ড ৪৯ রান যোগ করেই ইনিংস ঘোষণা করে। ল্যাথাম ও রবীন্দ্রের শতকে ৮ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪৬৬।
শেষ দিনে হোপ-গ্রিভস জুটি কতটা দূর এগিয়ে নিতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয়ের মুখ দেখলে টেস্টে ৫০০ বা তার বেশি রান তাড়া করে জয়ের ইতিহাস গড়বে তারা।
বিডি-প্রতিদিন/তানিয়া