দলে পুরনো আস্থা ফিরিয়ে আনল রংপুর রাইডার্স। বিপিএল দ্বাদশ আসরকে সামনে রেখে আবারও পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদকে দলে ভিড়িয়েছে একবারের চ্যাম্পিয়নরা।
গত আসরেও রংপুরের হয়ে খেলেছিলেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০৫ রান করেন তিনি, যা সাইফ হাসানের ৩০৬ রানের ঠিক পরেই। ১২ ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনেও নেন ৫ উইকেট।
ইফতিখারকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। পোস্টে লিখেছে, 'রংপুরের হয়ে আবারও রাঙাবেন অলরাউন্ডার ইফতিখার আহমেদ। এবারও রংপুরের প্রতিনিধিত্ব করবেন পাকিস্তানের এই পাওয়ার হাউস।'
রংপুরের দলে বিদেশি কোটায় ইফতিখারের সঙ্গে থাকছেন আরও তিন পাকিস্তানি খাওয়াজা নাফি, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম।
বিডি প্রতিদিন/মুসা