অ্যাশেজের ব্রিজবেন টেস্টের প্রথম দিন ব্যক্তিগত মাইলফলক ছুঁয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মিচেল স্টার্ক। বাঁহাতি পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড এখন তার, অস্ট্রেলিয়ান পেসারের ঝুলিতে জমা হয়েছে ৪১৮ উইকেট। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটের রেকর্ড।
তবে এত বড় অর্জনের পরও বিনয়ী স্টার্ক মনে করেন, তিনি নন ওয়াসিম আকরামই বাঁহাতি পেসারদের মধ্যে সর্বকালের সেরা।
ব্রিজবেনে দিন-রাতের টেস্টের উদ্বোধনী দিনে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ভয়ানক বোলিংয়ে নাকানিচুবানি খাইয়েছেন স্টার্ক। ৭১ রান দিয়ে ৬ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৮তম পাঁচ উইকেটের স্বাদ পান তিনি। এটি তার ষষ্ঠ ডে-নাইট টেস্ট ‘ফাইভ ফর’।
স্টার্কের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন ওয়াসিম আকরামও। এক্স–এ দেওয়া বার্তায় তিনি লেখেন,
'দুর্দান্ত স্টার্ক। তোমার জন্য গর্বিত। তোমার কঠোর পরিশ্রমই তোমাকে আলাদা করে তোলে। আমার রেকর্ড ভাঙা ছিল কেবল সময়ের ব্যাপার। এই রেকর্ড তোমার হওয়ায় আমি আনন্দিত। তোমার ক্যারিয়ারে আরও সাফল্য আসুক।'
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে স্টার্ককে যখন জিজ্ঞাসা করা হয় তিনি কি নিজেকে সর্বকালের সেরা বাঁহাতি পেসার মনে করেন?
উত্তরে তিনি বলেন, 'আমি নিজেকে এমনটা বলতে পারব না।'
এরপর ওয়াসিম আকরামের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টার্ক যোগ করেন,'ওয়াসিম এখনও আমার চেয়ে অনেক ভালো বোলার। আমার মতে, তিনি বাঁহাতি বোলারদের মধ্যে সেরা, এবং এই খেলার ইতিহাসে অন্যতম সেরা। এ নিয়ে আলোচনা হওয়া ভালো, কিন্তু আমি শুধু আরও কিছু উইকেট নিতে চাই।'
বিডি প্রতিদিন/মুসা