রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই চোটের ধাক্কায় ভুগছেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে সদ্য মাঠে ফেরা এই ইংলিশ ডিফেন্ডার এবার নতুন করে ঊরুর পেশিতে চোট পেয়েছেন।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, ২৭ বছর বয়সী ডিফেন্ডারকে সুস্থ হতে প্রায় দুই মাসের মতো সময় লাগতে পারে।
লা লিগায় বুধবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে নেমে চোট পান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। দলের ৩-০ গোলের জয়ে এমবাপ্পের করা প্রথম গোলে অবদান রাখেন তিনি।
দ্বিতীয়ার্ধে পায়ে অস্বস্তি অনুভব করলে মাঠেই চিকিৎসার চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত ৫৫তম মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ।
পরদিন ক্লাবের দেওয়া বিবৃতিতে জানানো হয়, অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
যদি দুই মাসের জন্য বাইরে থাকতে হয়, তাহলে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে না মাদ্রিদ। চলতি মাসে লিগের তিনটি এবং জানুয়ারিতে আরও তিনটি লিগ ম্যাচ রয়েছে; পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং জানুয়ারির সুপার কাপ সেমিফাইনালও আছে অপেক্ষায়।
রেয়ালে যোগ দেওয়ার পর কয়েক ম্যাচ খেলতেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। সেই সমস্যা কাটিয়ে সদ্য মাঠে ফেরার পর ছয়টি ম্যাচ খেলেছেন তিনি। সব মিলিয়ে রেয়ালের জার্সিতে এখন পর্যন্ত তার ম্যাচ সংখ্যা ১১, এবং সাম্প্রতিক চার ম্যাচে ছিলেন শুরুর একাদশে।
বিডি প্রতিদিন/মুসা