চলমান মৌসুমে ষষ্ঠবারের মতো চোটে পড়েছেন স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমো। লা লিগার ম্যাচে ক্যাম্প ন্যুতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কাঁধের চোটে পড়েন তিনি। ফলে প্রায় চার সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে তাকে। অর্থাৎ ২০২৫ সালে তাকে আর পাবে না বার্সেলোনা।
গতরাতে লা লিগার ১৯তম রাউন্ডে সমতায় থাকা বার্সেলোনাকে ৬৫ মিনিটে এগিয়ে নেন ওলমো। গোলের সময় ভারসাম্য হারিয়ে বাজেভাবে পড়ে যান তিনি। তাতে কাঁধের হাড় নড়ে যায়।
এ সময় মেডিকেল টিম ওলমোকে বাইরে নিয়ে যায়। পরবর্তী সময়ে ড্রেসিংরুমে দলীয় চিকিৎসক রিকার্দ প্রুনা কাঁধের ডিসলোকেশন ঠিক করেন। ম্যাচ শেষে কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ওলমোর কাঁধে সমস্যা হয়েছে, কাল পরীক্ষা করার পর জানা যাবে।
বুধবার পরীক্ষা শেষে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ওলমোকে।
এর আগে, লাইপজিগে খেলার সময় বাম কাঁধের চোটে পড়েন ওলমো। সেই সময় ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছিল। দুই মাসের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে।
এ নিয়ে ২০২৫-২৬ মৌসুমে সব মিলিয়ে ২৭টি ম্যাচ মিস করেছেন ওলমো। লা লিগায় ১৩ ম্যাচে তার গোল সংখ্যা ৪টি। অ্যাসিস্ট ২টি।
বিডি প্রতিদিন/কেএ