ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমবারের মতো ইউরোপীয় দেশ আজারবাইজানকে মোকাবিলা করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সফরকারীদের বিপক্ষে দুর্দান্ত খেললেও শেষ পর্যন্ত ২-১ গোলে পরাজিত হয়েছে স্বাগতিকরা। ম্যাচে দুর্দান্ত গোল করেছেন মারিয়া মান্দা।
মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানের বিপক্ষে ৩৪ মিনিটে গোল করেন মারিয়া মান্দা।
ম্যাচের শুরুতে এক গোলে পিছিয়ে থাকার পর স্বপ্না রানীর করা কর্নার আজারবাইজান গোলরক্ষক আইতাজ শারিফোভা ফিস্ট করে ফিরিয়ে দেয়, তবে ফিরতি শটে দুর্দান্ত গোল করেন মারিয়া মান্দা। সেই গোলে ১-১ ব্যবধানের সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে ম্যাচের শেষ দিকে অর্থাৎ ৮৪ মিনিটে গোল করে জয় নিয়ে মাঠ ছাড়েন আজারবাইজান নারী ফুটবলাররা।
এর আগে আজারবাইজানের মেয়েরা লিড নিয়ে নেয় ১৯ মিনিটে। গোলটি করেন আজারবাইজানের অধিনায়ক জাফারজাদে।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত