ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের আগামী আসরে খেলতে দেখা যাবে না অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। নিলামের শুরু হওয়ার দুই সপ্তাহ আগে নিজের নাম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
ম্যাক্সওয়েল মঙ্গলবার (২ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি আবেগঘন স্টোরির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'অনেক স্মরণীয় মৌসুমের পর, এই বছর নিলামে আমার নাম রাখার সিদ্ধান্ত নেই। এটি অনেক বড় সিদ্ধান্ত, তবে আইপিএলের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। এই লিগ আমাকে একজন ক্রিকেটার ও মানুষ হিসেবে উন্নতিতে সাহায্য করেছে। বিশ্বসেরা সতীর্থদের সঙ্গে খেলা, অসাধারণ ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করা এবং অসাধারণ সমর্থকদের সামনে পারফর্ম করা, এগুলো সব সময় আমার সঙ্গে থাকবে।'
ম্যাক্সওয়েল আইপিএলে ১৪ মৌসুমে চার ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে করেছেন ২৮১৯ রান এবং ১৮টি ফিফটি, সর্বোচ্চ ইনিংস ৯৫। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট।
এবারের আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, তবে ম্যাক্সওয়েলের নাম থাকছে না। একই সঙ্গে ফাফ ডু প্লেসিস ও আন্দ্রে রাসেলও এ নিলামে অংশ নিচ্ছেন না। ডু প্লেসিস নিজেই নাম সরিয়ে নিয়েছেন, আর রাসেল অবসরের ঘোষণা দিয়েছেন।
আইপিএলের আগামী আসরের পর্দা উঠবে আগামী বছরের ১৫ মার্চ।
বিডি প্রতিদিন/মুসা