ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৩-২ গোলে হেরে শেষ হয়েছে বাংলাদেশের যাত্রা। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশ প্রতিপক্ষের চাপে রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও কোয়ার্টার-ফাইনালে পৌঁছাতে পারেনি।
বাংলাদেশের দুটি গোল করেন মোহাম্মদ আব্দুল্লাহ ও আমিরুল ইসলাম। প্রথম কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে ফরাসিরা এগিয়ে গেলে দ্বিতীয় কোয়ার্টারে আব্দুল্লাহর ফিল্ড গোল সমতা ফিরিয়ে আনে। তৃতীয় কোয়ার্টারে ফ্রান্সের দাপটে দুই গোল খেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে আমিরুলের পেনাল্টি কর্নার থেকে ৩-২ করার পর দল রোমাঞ্চকর লড়াই দেখালেও জয় ফিরিয়ে আনতে পারেনি।
বাংলাদেশ পুল ‘এফ’-এ শুরু করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ হেরে, এরপর দক্ষিণ কোরিয়াকে ৩-৩ গোলে ড্র করে।
বিডি প্রতিদিন/মুসা