পিঠের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় ইংল্যান্ডের বিপক্ষে ব্রিজবেন টেস্টে খেলবেন না অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে খাজার বদলে কাউকে দলে ডাকেনি তারা। দলেই থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় চোট পান খাজা। চোটের কারণে ম্যাচের কোনো ইনিংসেই ওপেন করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে নেমেছিলেন চার নম্বরে; করেন মাত্র ২ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার প্রয়োজন পড়েনি তার। সেই ম্যাচে ওপেন করে বিধ্বংসী সেঞ্চুরি (৮৩ বলে ১২৪) উপহার দিয়ে অস্ট্রেলিয়ার স্মরণীয় জয়ে বড় অবদান রাখেন ট্রাভিস হেড।
মঙ্গলবার খাজা প্রথমবার ব্যাটিং অনুশীলনে নামলেও ৩০ মিনিটের নেট সেশন তার দলে ফেরার জন্য যথেষ্ট হয়নি। ফলে ব্রিজবেন টেস্টেও হেডের ওপেন করার সম্ভাবনা জোরালো হলো। প্রথম টেস্টে তার আগ্রাসী ব্যাটিংয়ের পর টেস্টেও হেডকে ওপেনার হিসেবে ভাবনার আলোচনা চলছে অস্ট্রেলিয়া দলে।
সম্পূর্ণ সুস্থ হতে খাওয়াজার আরও দুই সপ্তাহ সময় লাগতে পারে। তাই ১৭ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টেও তার খেলা নিয়ে শঙ্কা রয়ে গেছে।
গত এক বছরে খাওয়াজার ফর্মও ছিল প্রশ্নবিদ্ধ। ২০২৩ অ্যাশেজের পর স্রেফ একটি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে; শেষ ১১ ইনিংসে নেই কোনো ফিফটি। তবু অভিজ্ঞতার জন্যই তাকে ধরে রেখেছিল অস্ট্রেলিয়া। তবে হেড ওপেনিংয়ে সফল হলে খাওয়াজার ফিরে আসা আরও কঠিন হয়ে যেতে পারে।
দিবা-রাত্রির ব্রিজবেন টেস্ট শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার।
বিডি প্রতিদিন/মুসা