আজকের টি–টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ফিল্ডিং করেছেন তানজিদ হাসান। ইনিংসজুড়ে নিজেকে নৈপুণ্যের পরিচয় দিয়ে একাই নিয়েছেন ৫টি ক্যাচ।
আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে কোনো ফিল্ডারের এটাই সর্বোচ্চ ৫ ক্যাচ নেওয়ার রেকর্ড। এর আগে মালদ্বীপের সেদিক সাহাক ও মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এক ম্যাচে নিয়েছিলেন ৫টি ক্যাচ।
ইনিংসের শুরুতে আলগা ফিল্ডিংয়ে একটি চার বেরিয়ে যায় তার হাতের নিচ দিয়ে। এরপর সতর্ক হয়ে যান তানজিদ। দারুণ মনোযোগী হয়ে কোনো ভুল না করে ৫ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডের পাতায় তিনি। ইনিংসের শেষ ৫ ক্যাচের প্রতিটি নেন তানজিদ। গ্যারেথ ডেলানিকে দিয়ে শুরু। রিশাদের বলে ডেনালির ক্যাচ দেন ব্যাকওয়ার্ড পয়েন্টে।
এরপর মোস্তাফিজুর রহমানের বলে মার্ক অ্যাডায়ার ক্যাচ দেন লং অনে। অনেকটা পথ দৌড়ে সামনে এসে ক্যাচ নেন তানজিদ। ওই ওভারেই ম্যাথু হ্যামপ্রিস ক্যাচ দেন একই ঠিকানায়। শেষ দুই ওভারে জর্জ ডকরেল ও বেন হোয়াইটকে লুফে নিয়ে তানজিদ ‘৫ ক্যাচের’ কোটা পূরণ করেন।
বিডি-প্রতিদিন/আশফাক