অপ্রত্যাশিতভাবে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের ঝলকে জয় তুলে নিল বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্দেসলিগার ম্যাচে যোগ করা সময়ের দুটি গোলের সহায়তায় সেন্ট পাউলিকে ৩–১ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।
ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই আন্দ্রেয়াসের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। লিগে আগের ১১ ম্যাচের আটটিতে হারা পাউলি স্বাগতিকদের রক্ষণে শুরুতেই ধাক্কা দিয়েছিল। গোল হজমের পর আক্রমণে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে, ৪৪তম মিনিটে, রাফায়েল গেরেইরোর সফল প্রচেষ্টায় সমতায় ফেরে তারা।
বিরতির পরও চলতে থাকে বায়ার্নের আক্রমণ। বল দখলে স্বাগতিকরা পুরো ম্যাচে আধিপত্য দেখালেও পাউলির রক্ষণভাগ ভাঙতে ছিল কঠিন। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোতে শুরু করেছে, তখনই নাটকীয়তা।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে নেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াস। এর মাত্র চার মিনিট পর ব্যবধান বাড়ান সেনেগালিজ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন।
পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল দখলে রেখে বায়ার্ন নেয় ১৫টি শট, যার তিনটি ছিল লক্ষ্যে।
এই জয়ে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও শক্ত করল বায়ার্ন মিউনিখ। ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট এখন ৩৪। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাইপজিগ।
বিডি প্রতিদিন/মুসা