ইতিহাদ স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে লিডস ইউনাইটেডকে ৩–২ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেনের জোড়া গোল এবং ইয়োশকো ভার্দিওলের অসাধারণ পারফরম্যান্সে পেপ গুয়ার্দিওলার দল ফিরেছে জয়ের ধারায়।
গত সপ্তাহে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ও চ্যাম্পিয়ন্স লিগে লেভারকুজেনের বিপক্ষে দুটি হারের পর চাপের মুখে ছিল সিটি। তবে শনিবারের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল তারা। ম্যাচের প্রথম মিনিটেই মাথেউস নুনেসের ক্রস ধরে বাঁ পায়ের শটে গোল করেন ফোডেন।
২৫তম মিনিটে নিকো ও’রাইলির কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওল। প্রথমার্ধে একচেটিয়া আধিপত্যে ১৪টি শট নেয় সিটি, যার ছয়টি ছিল লক্ষ্যে।
তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। রক্ষণভাগের দুর্বলতায় ফিরে আসে লিডস। ৫২তম মিনিটে সিটির ভুলে বল পেয়ে জোরাল শটে ব্যবধান কমান ডমিনিক কালভার্ট-লুইন। এরপর ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান লুকাস মেচা। যদিও জানলুইজি দোন্নারুম্মা প্রথম চেষ্টায় পেনাল্টি ঠেকান, রিবাউন্ডে আর ফেরাতে পারেননি।
শেষ মুহূর্তে আবার ঝলসে ওঠেন ফোডেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে শের্কির পাস ধরে ডি-বক্সে কয়েকজন রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত শটে জয় নিশ্চিত করেন ইংলিশ মিডফিল্ডার।
জয়ের ফলে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে নেমে যাওয়া চেলসির পয়েন্ট ২৩, একটি ম্যাচ কম খেলে। শীর্ষে রয়েছে আর্সেনাল, ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে।
বিডি প্রতিদিন/মুসা