লিগ আঁয়ের ম্যাচে বড় ধাক্কা খেল লুইস এনরিকের প্যারিস সেন্ট জার্মেই। শনিবার মোনাকোর মাঠে ১–০ গোলে হারতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের। একমাত্র গোলটি করেন জাপানি তারকা তাকুমি মিনামিনো।
৬৮তম মিনিটে আলেকসান্দার গলভিনের পাস ধরে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন মিনামিনো। সেই গোলই শেষ পর্যন্ত নির্ধারণ করে ম্যাচের ভাগ্য।
১৪ ম্যাচে এটি পিএসজির দ্বিতীয় হার। তবু ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। তবে এক ম্যাচ কম খেলা মার্সেই ও লঁস ২৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে, দুই দলই সুযোগ পাচ্ছে পরের ম্যাচে জিতলে পিএসজিকে টপকে শীর্ষে ওঠার।
অন্যদিকে, ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠেছে মোনাকো।
ম্যাচের শুরু থেকেই ভালো সুযোগ তৈরি করছিল স্বাগতিকরা। চতুর্থ মিনিটেই মোহামেদ সালিসুর শট ঠেকান পিএসজি গোলরক্ষক। এরপর ২০তম মিনিটে গলভিনের শটও ফিরিয়ে দেন তিনি। ৩২তম মিনিটে মিনামিনোর আরেকটি প্রচেষ্টা রক্ষা করেন পিএসজি কিপার।
৩৫তম মিনিটে পিএসজি প্রথমবার লক্ষ্যে শট নিতে সক্ষম হয়, এবার মোনাকোর গোলরক্ষক প্রতিহত করেন খাভিচা কাভারাত্সখেলিয়ার চেষ্টা।
দ্বিতীয়ার্ধেও একই দৃশ্য। কাভারাত্সখেলিয়া ভালো একটি সুযোগ পেলেও গোল পাননি। শেষ পর্যন্ত মিনামিনোর গোলেই পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
৮০তম মিনিটে মোনাকো ১০ জনের দলে পরিণত হয়। টিলো কেহরারের ফাউলে প্রথমে হলুদ কার্ড দেখানো হলে ভিএআরে দেখে তা লালে রূপান্তরিত করেন রেফারি।
একজন বেশি নিয়ে খেলেও সমতায় ফিরতে পারেনি পিএসজি। ফলে ঘরের মাঠে মূল্যবান তিন পয়েন্ট তুলে নেয় মোনাকো।
বিডি প্রতিদিন/মুসা