নারী আইপিএলের চতুর্থ আসর শুরু আগামী বছরের জানুয়ারিতে। এই লিগের নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার— মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান। বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত নিলামে অবিক্রিত থেকেছেন তারা।
তিনজনের মধ্যে নিলামে তোলা হয় মারুফা আক্তার ও রাবেয়া খানকে। তাদের প্রতি আগ্রহ দেখায়নি ৫ ফ্রাঞ্চাইজির কেউই। এর মধ্যে স্বর্ণা আক্তারকে নিলামে তোলাই হয়নি।
নিলামে মারুফার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৩০ লাখ রুপি। শেষদিকে ডাকা হয় মারুফার নাম, তবে এই পেসারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। এর কিছুক্ষণ পর বাংলাদেশের অলরাউন্ডার রাবেয়া খানকে তোলা হয় নিলামে, তিনিও রইলেন অবিক্রিত।
নিলামে নারী আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা। ‘রাইট-টু-ম্যাচ (আরটিএম) ব্যাবহার করে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ফিরিয়ে নেয় ইউপি ওয়ারিয়র্স (ইউপি ডব্লিউ)।
দিনের শুরুতেই চমক রেখে নিলামে অবিক্রীত থেকে যান অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালিসা হিলি। অবিক্রিত রয়েছেন ভারতের বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রাতিকা রাওয়ালও। প্রথম বিক্রি হওয়া খেলোয়াড় নিউ জিল্যান্ডের সোফি ডিভাইন, তাকে ২ কোটি রুপিতে দলে নেয় গুজরাট জায়ান্টস।
নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কেরকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগের দলে থাকা কেরকে ফেরাতে তাদের খরচ করতে হয়েছে ৩ কোটি রুপি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিংকে ১ কোটি ৯০ লাখে দলে নিয়েছে ইউপিডব্লিউ, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে ১ কোটি ১০ লাখে পায় দিল্লি।
দীপ্তি ও ল্যানিংকে নেওয়ার পর আরও শক্তি বাড়াতে অস্ট্রেলিয়ার ২২ বছর বয়সী ফিবি লিচফিল্ডকে ১ কোটি ২০ লাখে নিয়েছে ইউপিডব্লিউ।
২০২৬ সালের ৯ জানুয়ারি শুরু হয়ে নারী আইপিএল শেষ হবে ৫ ফেব্রুয়ারি।
বিডি প্রতিদিন/জুনাইদ