তিন জাতি সিরিজের প্রথম ম্যাচে বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচের আগে মঙ্গলবার তিন দলের কোচ ও অধিনায়কদের নিয়ে হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
সেখানে বাংলাদেশ কোচ বাটলারের ‘হাই লাইন ডিফেন্স’ রণকৌশল নিয়ে অধিনায়ক আফঈদা খন্দকার প্রথমে ভিন্ন সুরে কথা বললেও পরে আবার উপলব্ধি করেন এই তত্ত্বে তারা তো আগে থেকেই খেলছেন।
কোচ যেভাবে দেখিয়ে দেবেন, সেভাবেই আমরা মাঠে খেলার চেষ্টা করব। অনুশীলনে কোচ যেভাবে বলেন আমরা সেভাবেই করার চেষ্টা করি। সংবাদ সম্মেলনে এই কথাগুলো প্রায় নিয়মিতই শোনা যায় আফঈদার কাছ থেকে।
তবে এবার হাই লাইন ডিফেন্স নিয়ে আফঈদা বলেন, সব কিছুর সঙ্গেই মানিয়ে নিতে হয়। আমরা সেটিই চেষ্টা করছি। এর আগে তো আমরা ওভাবে (হাই লাইন ডিফেন্সে) খেলিনি।
কিন্তু এক সাংবাদিক তাকে মনে করিয়ে দেন এটা তো প্রথম না, দীর্ঘদিন ধরেই তো আপনারা এভাবে খেলে আসছেন?
এই প্রশ্নের জবাবে আবার সবকিছু যেন স্মরণ হয় আফঈদার, হ্যাঁ, আমরা এটা খেলে জুনিয়র লেভেলে ভাল করেছি। এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি। তো এই কৌশলের সাথে অবশ্যই ভুল-ত্রুটি থাকতে পারে। আমরা শিক্ষা নেবো, পরবর্তী ম্যাচে যেন ভুলগুলো না হয় সেভাবে খেলবো।
বিডি প্রতিদিন/নাজিম