৫৪৮ রানে থামল দক্ষিণ আফ্রিকা। হোয়াইটওয়াশ এড়াতে এবার বিশ্বরেকর্ড গড়তে হবে ভারতের।
মঙ্গলবার ট্রিস্টান স্টাবসের শতরানের অপেক্ষায় ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু নার্ভাস নাইনটিতেই কাটা পড়লেন প্রোটিয়া এই ব্যাটার। এরপর দেরি করলেন না। ইনিংস ডিক্লেয়ার করে দিলেন টেম্বা বাভুমা।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬০ রান তুলে থামল সফরকারীরা। লিড ৫৪৯ রান। টেস্ট ক্রিকেটে এত রান তাড়া করে জয়ের নজির নেই আর কারও। তাই জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে স্বাগতিকদের।
এর আগে এশিয়ার মাটিতে কখনো টেস্টে ৪০০’র বেশি রান তাড়া করে জেতার রেকর্ড নেই। এশিয়ায় সর্বোচ্চ সফল রান চেইজ ওয়েস্ট ইন্ডিজের ৩৯৫, বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে ২০২১ সালে। আর ভারতে সর্বোচ্চ সফল রান তাড়া হলো ৩৮৭, যা ভারত করেছিল ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে ২০০৮ সালে।
এ ছাড়া চলতি একুশ শতকে ভারত মাত্র একবারই চতুর্থ ইনিংসে ১০০ ওভারের বেশি ব্যাট করে কোনো টেস্ট বাঁচাতে পেরেছে-২০২১ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে (১৩১ ওভার)।
বিডি-প্রতিদিন/আশফাক