ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চ ছড়ানো টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। সোমবার রাতে দোহায় অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জয় পায় পর্তুগিজরা। ফলে ফাইনালে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার।
ম্যাচের প্রথম থেকেই দুই দলের আক্রমণ–প্রতিআক্রমণে জমে ওঠে লড়াই। প্রথমার্ধে পর্তুগালের ছয়টি ও ব্রাজিলের আটটি শটই লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়। বিরতির পরও একই রকম উত্তেজনা থাকলেও কোনো দলই গোল খুঁজে পায়নি। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় না থাকায় ৯০ মিনিট শেষে সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
পেনাল্টিতে প্রথম পাঁচটি শট দু’দলই নিখুঁতভাবে সফলভাবে পরিণত করে। তবে নাটকীয়তা শুরু হয় পরবর্তী শটে। পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের শট পোস্টের বাইরে মারলেও পরের মুহূর্তেই ব্রাজিলের রুয়ান পাবলোর শট তিনি ঠেকিয়ে দলকে সমতায় ফেরান।
সাডেন ডেথে শেষ পর্যন্ত হাসি ফুটে পর্তুগিজ শিবিরে। তাদের নেওয়া শটটি জালে জড়ালেও ব্রাজিলের অ্যাঞ্জেলো লক্ষ্যে রাখতে ব্যর্থ হন, আর তাতেই ফাইনালের টিকিট নিশ্চিত হয় পর্তুগালের।
এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া ২-০ গোলে ইতালিকে হারিয়ে ফাইনালে উঠে। আগামী ২৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালির বিপক্ষে খেলবে ব্রাজিল।
বিডি প্রতিদিন/মুসা