সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। শহরটির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সিরিজে সমতা এনেছে সফরকারী পাকিস্তানি নারীরা। সমতা ফেরানোর ম্যাচটি জিতেছে ফিজা ফাইজের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখে ৬ উইকেটে। আগামীকাল সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচ। দুই দল দুটি করে ম্যাচ জেতায় শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। যে দল জিতবে, তারা সিরিজ নিজেদের করে নেবে। সিরিজের প্রথম ম্যাচ সফরকারী পাকিস্তান জিতেছিল ১৩ রানে। দ্বিতীয়টি ৩ উইকেটে জিতে সমতা আনে স্বাগতিক বাংলাদেশ। তৃতীয়টি ৭ উইকেটে জিতে এগিয়ে যায় সিরিজে। টস হেরে প্রথম ব্যাটিংয়ে বাংলাদেশের নারীরা ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান করে। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন অচেনা জান্নাত। ৩৪ বলের ইনিংসটিতে কোনো ছক্কা ছিল না। চার ছিল ৪টি। মায়মুনা আক্তার ৩৫ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। উইকেটরক্ষক সুমাইয়া আক্তার ২০ রান করেন ২১ বলে ৩ চারে। আরেক ওপেনার সাদিয়া নুসরাত ১৪ বলে ৩ চারে ১২ রান করেন। সিরিজে সমতা আনতে পাকিস্তানের টার্গেট ১২৭ রান। দুই ওপেনার ইমান নাসির ও কোমল খান ২.৫ ওভারে ৩৩ রান যোগ করেন। এদের ভিত্তির ওপর ভর করে পাকিস্তান জয়ের বন্দরে পৌঁছায়। তবে দলটিকে সিরিজে ফেরান ফাইজা ফিজা অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে। ৩৫ বলের ম্যাচসেরা ইনিংসটিতে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। ইমান ও ফাইজা পঞ্চম উইকেট জুটিতে ৫১ বলে ৭১ রান যোগ করেন। ইমান ৪২ রানে অপরাজিত থাকেন ৪৭ বলে ৪ চারে। স্বাগতিক দলের পক্ষে ৩১ রানের খরচে নেন ৩ উইকেট জারিন তাসনিম।