লাতিন-বাংলা সুপার কাপের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে পাত্তাই পায়নি। তৃতীয় বিভাগের দল সাও বার্নার্দোর বিপক্ষে ০-৪ গোলে হেরেছিল বাংলাদেশ রেড-গ্রিন ফিউচার স্টার। প্রথম ম্যাচের ধাক্কা সামলে গতকাল ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে। ম্যাচে শুরুতে এগিয়ে যায় রেড-গ্রিন একাদশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে স্বাগতিকদের ১-০ গোলে এগিয়ে নেন মাসুদ। প্রথমার্ধ শেষ হয় রেড-গ্রিন একাদশের এক গোলের লিডে। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সফরকারী আর্জেন্টাইন ক্লাবটি। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা আনেন অ্যাথলেটিকো চার্লোনের অ্যালিয়েন সামিন্তোর গোলে। উত্তেজনা ছড়ানো ম্যাচে দুই দলের ফুটবলাররা বেশ কয়েকবার হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
৭৬ মিনিটে সেটা বড় আকার ধারণ করে। ওই ঘটনায় চার্লোনের দেভিদ বেভজিনি ও মাতিয়াস রোসালেস এবং বাংলাদেশের ইশান হাবিব রেদোয়ানকে লাল কার্ড দেখান রেফারি।