বিপিএল শুরু ২৬ ডিসেম্বর। বাংলাদেশ ক্রিকেট দলের লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন না বিপিএল। তিনি খেলবেন বিগ ব্যাশ। অস্ট্রেলিয়ার টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ খেলতে গতকাল রাতে ঢাকা ছাড়েন রিশাদ। বিগ ব্যাশে রিশাদ টানা দ্বিতীয়বারের মতো খেলবেন হোবার্ট হ্যারিকেন্সে। গতবারও খেলেছিলেন। বিগ ব্যাশ মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর। ফাইনাল আগামী বছরের ২৫ জানুয়ারি। অস্ট্রেলিয়ায় খেলার জন্য বিসিবি অনাপত্তি ছাড়পত্র দিয়েছে রিশাদকে। আসরে তিনি হোবার্টের পক্ষে সব ম্যাচ খেলতে পারবেন। হোবার্টে সব ম্যাচ খেলার ব্যাখ্যায় রিশাদ কিছুদিন আগে বলেছিলেন, ‘একজন লেগ-স্পিনার হিসেবে আমি যদি এ বিদেশি লিগে খেলতে পারি, তাহলে এটা আমার বোলিংয়ের জন্য ভালো হবে। আমি আমার দক্ষতা উন্নত করার সুযোগ পাব।’ রিশাদকে দলভুক্ত করার কারিগর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সর্বশেষ টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওভারে ২৩ রানের খরচে নিয়েছিলেন ২ উইকেট।
তখনই রিশাদকে পছন্দ করেন পন্টিং। বিগ ব্যশে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের পক্ষে ২ ম্যাচ এবং ২০১৫ সালে মেলবোর্ন রেনেগেডসের পক্ষে ৪ ম্যাচ খেলেছিলেন সাকিব।