উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান ও লিভারপুল। সান সিরোতে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ২টায়। চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট তালিকায় ইন্টার মিলান পাঁচ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে অবস্থান করছে। লিভারপুলের অবস্থান সেই তুলনায় বেশ নিচের দিকে। অলরেডরা পাঁচ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করে ১৩ নম্বরে অবস্থান করছে। সরাসরি শেষ ষোলোতে খেলতে হলে শীর্ষ আটে থাকতে হবে। না হলে প্লে-অফ খেলে শেষ ষোলো নিশ্চিত করতে হবে। ইন্টার মিলান জিতলে শেষ ষোলোর পথে বেশ এগিয়ে যাবে। অন্যদিকে জয়ের বিকল্প নেই লিভারপুলের। হারলেই বিপদ! খেলতে হবে প্লে-অফ। এদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ মাঠে নামছে ফেবারিট বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, চেলসি এবং অ্যাটলেটিকো মাদ্রিদও। বার্সেলোনা ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে জার্মান ক্লাব ফ্র্যাঙ্কফুর্টের।
কাতালানরা ৭ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে অবস্থান করছে। আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বার্সেলোনার। বায়ার্ন মিউনিখ আজ নিজেদের মাঠে খেলতে নামছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের সঙ্গে। ব্যভারিয়ানরা ১২ পয়েন্ট সংগ্রহ করে লিগ পর্বের তিন নম্বরে অবস্থান করছে। এ ছাড়া চেলসি খেলবে ইতালিয়ান ক্লাব আটলান্টা এবং অ্যাটলেটিকো খেলবে ডাচ্ ক্লাব পিএসভির সঙ্গে। চেলসি ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে এবং অ্যাটলেটিকো ৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছে।