প্রায় দুই বছর আগে ঢাকা প্রিমিয়ার হকি লিগ হয়েছিল। শেষটা হয়েছিল বিতর্কের মধ্য দিয়ে। যা ঘরোয়া হকির বড় লজ্জা হয়ে আছে। প্রিমিয়ার লিগই হকি খেলোয়াড়দের আয়ের প্রধান উৎস। দুই বছর খেলা না হওয়ায় খেলোয়াড়রা মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ আবার হকি ছেড়ে ছোটখাটো ব্যবসা করতে চাচ্ছেন। উপায় তো নেই। কিছু করতে তো হবে। হকি ফেডারেশন বলছে তাদের লিগ নামাতে সমস্যা নেই। অর্থসংকট দেখিয়ে ক্লাবগুলো খেলতে চায় না বলেই যত সমস্যা। যাক, শেষ পর্যন্ত লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। আর তা জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশের অভাবনীয় সাফল্যে।
হকির যে কোনো বিশ্বকাপে বাংলাদেশ বিশ্বকাপ খেলল। ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ বিশ্বকাপের অভিষেক আসরেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে বাংলাদেশের যুবারা। কোয়ার্টার ফাইনালে না উঠলেও যা করেছে তা প্রত্যাশার বাইরে। গ্রুপ পর্বে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করে হেরেছে। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে রুখে দিয়েছে ৩-৩ গোলে ড্র করে। পজিশন ম্যাচে ৫-৩ গোলে জয় পেয়েছে। ওমানকে উড়িয়ে দিয়েছে ১৩-০ গোলে। গতকাল আবার অস্ট্রিয়াকে হারালো ৫-৪ গোলে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুন-উর রশিদ বলেন, ‘জোয়ার যখন এসেছে তা কাজে লাগাতে হবে। দেশের হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগ মাঠে নামানোটা জরুরি’। হকি ফেডারেশনও নাকি লিগ শুরুর ব্যাপারে উদ্যোগ নিতে যাচ্ছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান এ নিয়ে যে কোনো দিন জরুরি বৈঠক ডাকতে পারেন।