তামিমকে অধিনায়ক করে যুব এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১২ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াতে যাচ্ছে যুব এশিয়া কাপের আসর। বাংলাদেশ ‘বি’ গ্রুপে আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও স্বাগতিক আরব আমিরাত। বাংলাদেশ দলে দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন। তবে ইনজুরির কারণে জায়গা হয়নি পেসার আল ফাহাদের। এ ছাড়া সবশেষ সিরিজে খেলা দেবাশীষ সরকারও নেই দলে। ১২ ডিসেম্বর শুরু হয়ে ২১ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ১৩ ডিসেম্বর আফগানিস্তান, ১৫ ডিসেম্বর নেপাল এবং ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে। গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত যুব এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।