দেশের মাটিতে খেলেই ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের সেই সৌভাগ্য হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর সাকিব আর দেশের মাটিতে ফেরেননি। তাই আনুষ্ঠানিক অবসর নেওয়া হয়নি। এখন ঘরের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরের চিন্তা করছেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার কথা বলেছিলেন সাকিব। সরকারের নীতিনির্ধারকরা কোনোরকম সাড়া দেননি। ফলে মাঠ থেকে অবসর নিতে পারেননি। ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে রবিবার তিনি জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি এবং ঘরের মাঠে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান, ‘আনুষ্ঠানিকভাবে সব সংস্করণ থেকে অবসর নিইনি আমি। এই প্রথম এটি প্রকাশ করছি। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে গিয়ে ওয়ানডে, টেস্ট ও টি-২০ ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেওয়া।’
সাকিব ৭১ টেস্টে ৪৬০৯ রান, একটি ডাবল সেঞ্চুরিসহ ৫ সেঞ্চুরি, ৩১ হাফ সেঞ্চুরি এবং ২৪৬ উইকেট নিয়েছেন। ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের পরিসংখ্যান- ২৪৭ ওয়ানডেতে ৯ সেঞ্চুরি, ৫৬ হাফ সেঞ্চুরিসহ রান করেছেন ৭৫৭০। উইকেট ৩১৭টি। ১২৯ টি-২০ ম্যাচে ১৩ হাফ সেঞ্চুরিতে ২৫৫১ রান এবং উইকেট নিয়েছেন ১৪৯টি। সাকিব শুধু দেশসেরা নন, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বিশ্বের একমাত্র অলরাউন্ডার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষে ছিলেন সাকিব। পডকাস্টে তিনি অবসর কীভাবে নিতে চান, সেটার পরিকল্পনা বলেন, ‘আমি বলতে চাই, একটি সিরিজে সব সংস্করণ থেকে অবসর নিতে পারি। এটি টি-২০ দিয়ে শুরু করে ওয়াানডে ও টেস্ট, অথবা টেস্ট, ওয়ানডে ও টি-২০- এভাবে হতে পারে। যেভাবেই হোক, আমি খুশি হব, আমি একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাই। এটাই আমি চাই।’
সাকিব মূলত বাংলাদেশ স্কোয়াডের বাইরে ২০২৪ সালে ভারত সফরের পর থেকে। কানপুরে ভারতের বিপক্ষে টি-২০ খেলে ছোট্ট ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। এরপর ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডেকে বিদায় বলতে চেয়েছিলেন। কিন্তু হয়নি। এখন তিনি আগ্রহ প্রকাশ করেছেন দেশের পক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে, ‘আমি আশাবাদী। এজন্যই আমি টি-২০ খেলছি। আমার মনে হয়, এটা সম্ভব। আমার মনে হয়, যখন একজন খেলোয়াড় কিছু বলে, তার কথায় অটল থাকার চেষ্টা করে। খেলোয়াড়রা সাধারণত তা পরিবর্তন করে না। আমি ভালো খেলি কি না, সেটা বিবেচ্য নয়। আমি একটা খারাপ সিরিজ খেলতেও পারি।’