আর্জেন্টিনাকে ক্রীড়ামোদীরা ফুটবলের দেশ বলেই জানে। তারা যে হকিতেও শক্তিশালী রূপ ধারণ করেছে তা অনেকেরই জানা নেই। অলিম্পিক, বিশ্বকাপে সর্বত্র তাদের দুরন্ত পারফরম্যান্স লক্ষ্য করা যাচ্ছে। অনূর্ধ্ব-২১ হকির বিশ্বকাপেও দেশটি সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। গতকাল ভারতে অনুষ্ঠিত ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল হকির অন্যতম পরাশক্তি দেশ স্পেনের বিপক্ষে। নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দেশকে কোয়ার্টার ফাইনালে হারায় আর্জেন্টিনা। কিন্তু ফাইনাল আর খেলা হলো না। দুর্ভাগ্যক্রমে স্পেনের কাছে ১-২ গোলে হেরে যায় তারা।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সাত মিনিটে ম্যারিও মিনার পেনাল্টি কর্নার থেকে গোল করে স্পেনকে এগিয়ে রাখেন। ২১ মিনিটে জুয়ান ফার্নান্দেজ পেনাল্টি কর্নার থেকে ম্যাচে সমতা ফেরান। আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে। কে যে গোল করবে বলা যাচ্ছিল না। শেষ পর্যন্ত ৫৬ মিনিটে আলবার্টের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। শেষের দিকে গোল শোধে মরিয়া হয়ে লড়ে আর্জেন্টিনা। কিন্তু হার আর এড়াতে পারেনি। জার্মানির বিরুদ্ধে তারা ফাইনাল খেলবে। দ্বিতীয় সেমিতে জার্মানি ৫-১ গোলে ভারতকে পরাজিত করে।