দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয় ভারত। তবে তিন ম্যাচের ওয়ানডেতে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। গতকাল তারা ৯ উইকেটে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকাকে। বিশাখাপত্তনমে তৃতীয় ও শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছিল। প্রথম ম্যাচে ভারত ও দ্বিতীয়টি জিতে নিয়েছিল সফরকারীরা। শেষ ম্যাচটি আর পাত্তাই পেল না প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করতে নেমে তারা ২৭০ রানে অলআউট হয়ে যায়। কুইন্টন ডিকক ৮০ বলে ১০০ রান করেন। শেষ পর্যন্ত তিনি ৮৯ বলে ১০৬ রান করে আউট হন। তিনি ছাড়া দলের অন্য কেউ লম্বা ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক টেম্বা বাভুমা ৪৮ এবং ব্রেভিস উল্লেখ করার মতো ২৯ রান করেন। ৪৭.৫ ওভারে তারা ২৭০ রানে অলআউট হয়। ভারতের প্রসিধকৃষ্ণ ও কুলদীপ যাদব ৪টি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারত ছিল মারমুখি। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও জয়সোয়াল ১৫৫ রান করেন। রোহিত ৭৩ বলে ৭৫ রান করে আউট হন। এরপর বিরাট কোহলিকে সঙ্গী করে বাকি কাজটা অনায়াসে সারেন জয়সোয়াল। নিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিও পেয়ে যান তিনি। ১২১ বলে ১২ চার ও দুই ছক্কায় ১১৬ রানে অপরাজিত থাকেন জয়সোয়াল। অন্যদিকে ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন কোহলি। দুই সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরির সুবাদে সিরিজসেরা হন তিনি। প্লেয়ার অব দ্য ম্যাচ হন জয়সোয়াল।