আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জিতে বছর শেষ করেছে লিটন বাহিনী। আইরিশদের বিপক্ষে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটি জিতেছে অনায়াসে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-২০ বিশ্বকাপ। তার আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। লিটন বাহিনী অবশ্য টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেবে বিপিএল খেলে। ছয় দলের বিপিএল মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর। আয়ারল্যান্ড সিরিজ থেকে বিপিএল শুরু পর্যন্ত তিন সপ্তাহের বেশি বিরতি পাচ্ছেন ক্রিকেটাররা। এ সময়টিকে কাজে লাগাতে গতকাল থেকে এক সপ্তাহের আনঅফিশিয়াল অনুশীলন শুরু হয়েছে টাইগারদের। এ এক সপ্তাহ ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করবেন হেড কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গতকাল প্রথম দিন অনুশীলন করেছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও নুরুল হাসান সোহান। ক্রিকেটাররা অনুশীলন করেছেন পাথরের স্ল্যাবে। আশরাফুল ও সালাউদ্দিন ক্রিকেটারদের অফ সাইডে স্ট্রোক অনুশীলন করিয়েছেন স্ল্যাবে। স্ল্যাবে অনুশীলন করানোর ব্যাখ্যায় আশরাফুল বলেন, ‘ক্রিকেটারদের স্কিল বাড়ানোর জন্য এই অনুশীলনের আয়োজন করা হয়েছে। স্ল্যাবে ব্যাটিং অনুশীলন করানো হচ্ছে মূলত সাইড স্ট্রোক খেলানোর স্কিল বাড়াতে।’
টি-২০ ক্রিকেটে ২০২৫ সালে বাংলাদেশ সেরা সময় পার করেছে। আট সিরিজ খেলে জিতেছে পাঁচটি, হেরেছে তিনটিতে। অবশ্য টি-২০ এশিয়া কাপ খেলেছে এই ফাঁকে। লিটন বাহিনী বছর শুরু করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে। এরপর পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়। টানা দুই সিরিজ হারের ধাক্কা সামলে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতে। দ্বীপরাষ্ট্রের বিপক্ষে সিরিজ জয়ের পর টানা হারায় পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানকে। টি-২০ এশিয়া কাপে হার-জিত সমানে সমান। টানা চার সিরিজ জয়ের পর ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে। ক্যারিবীয়দের বিপক্ষে হারের ধাক্কা সামলে নেয় আইরিশদের বিপক্ষে সিরিজ জিতে। এ বছর লিটন বাহিনী টি-২০ ম্যাচ খেলেছে ৩০টি। জয় ১৫ এবং হার ১৪টিতে। একটিতে ফল হয়নি। দলের পারফরম্যান্সের মূল্যায়ন করে সহকারী কোচ সালাউদ্দিন বলেন, ‘টি-২০ ক্রিকেটে উন্নতিটা যেভাবে করতে চেয়েছি, হয়তো মোটামুটি কাছাকাছি পৌঁছেছি। একেবারে বলব না যে, আমরা অনেক সাফল্য পেয়ে গেছি। কিন্তু যতটুকু সাফল্য আসছে, এটা টি-২০ ম্যাচ খেলে এসেছে। এর কারণ আমরা নিয়মিত একটার পর একটা টি-২০ সিরিজ খেলেছি। পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়েছি। টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা করে আমরা এগিয়েছি। হয়তো এখনো উন্নতির জায়গা রয়েছে।’
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং দুই আইসিসি সহযোগী দেশ ইতালি ও নেপাল।