বড্ড দুঃসময়ে দিন পার করছে ঢাকা মোহামেডান। চরম অর্থ সংকটে ফুটবলে দল পরিচালনা মুশকিল হয়ে পড়েছে ঐতিহ্যবাহী ক্লাবটির। বকেয়া অর্থ না পাওয়ায় যে কোনো সময়ে ফুটবলাররা মাঠে পেশাদার লিগে না খেলার ঘোষণা দিতে পারেন। এমন দুর্দিনে বড় জয় পেয়েছে সাদা-কালোরা। পিডব্লিউডিকে ৪-০ গোলে হারিয়ে লিগে দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। মোহামেডানের মতো বিখ্যাত ক্লাবের ৪-০ গোলে জয়টা মামুলি ঘটনা। কিন্তু ক্লাবের বর্তমান পরিস্থিতিতে এ ব্যবধানকে বড় জয় হিসেবে চিহ্নিত করা যায়। মোহামেডানের জয়ের দিনে আবারও হোঁচট খেয়েছে ঢাকা আবাহনী। ফর্টিস এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।
আগের ম্যাচে ইয়ংমেন্স ফকিরেরপুলের কাছে ০-২ গোলে হেরে যায় মোহামেডান। তাই সমর্থকদের শঙ্কা ছিল পিডব্লিউডির কাছেও হারের বৃত্তে বন্দি থাকে কি না। প্রথমবারের মতো পেশাদার লিগ খেলতে এসে ৫০ দশকের এই অফিস দল অভিষেক ম্যাচেই দুই গোলে পিছিয়ে থেকেও ২-২ ড্র করে বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছিল। সে কারণে সাদা-কালোদের ভয়টা আরও বেশি ছিল। যাক সব ভয়কে জয় করে মৌসুমের সেরা খেলাটা খেলেই পুরো পয়েন্ট সংগ্রহ করেছে ১৯৪৮ সালে শুরু হওয়া লিগে সর্বোচ্চ ২০ বার শিরোপা জেতা দলটি। শুধু জয় নয়, লিগে প্রথম হ্যাটট্রিক করেছেন মোহামেডানের স্যামুয়েল বোয়াটেং। গত লিগে তিনি রহমতগঞ্জের হয়ে একটি ডাবল ও একটি হ্যাটট্রিক করেন। গতকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান শুরু থেকে গোল পেতে সক্রিয় ছিল। যা আগের ম্যাচে দেখা যায়নি। তবে তাদের প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। ৩২ মিনিটে মোজাফফর মোজাফফরভ গোলটি করেন। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ছিল বোয়াটেং ম্যাজিক। ৬৭, ৭৭ ও ৮২ মিনিটে টানা তিন গোল করে হ্যাটট্রিক করেন। চলতি মৌসুমে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। ফেডারেশন কাপে পুলিশের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। ১২ ডিসেম্বর মোহামেডান কিংস অ্যারিনায় বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো তারা। এদিকে আগের ম্যাচে পুলিশের বিপক্ষে জয় পেলেও পঞ্চম ম্যাচে আবারও আবাহনী পয়েন্ট হারিয়েছে। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় তারা ফর্টিস এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে। পাঁচ ম্যাচে ৮ পয়েন্টে ফর্টিস তৃতীয় স্থানে উঠল। আবাহনীর সংগ্রহ ৫ পয়েন্ট। অবস্থান এখন তাদের সাতে। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ ৩-০ গোলে হারায় আরামবাগকে। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে তারা দুইয়ে উঠল। পুলিশ ও ইয়ংমেন্স ফকিরেরপুল ১-১ গোলে ড্র করেছে।