কোয়ার্টার ফাইনালে জায়গা হয়নি। তবু বিশ্বকাপ হকির অভিষেক আসর স্মরণীয় করে রাখছেন বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-২১ হকির দুনিয়া কাঁপানো এ আসরে নিজেকে উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের আমিরুল ইসলাম। অভিষেকেই তিনি পাঁচ ম্যাচে চার হ্যাটট্রিকে বিরল রেকর্ড গড়েছেন। গ্রুপে তৃতীয় হওয়ায় শীর্ষে আটে খেলা সম্ভব হয়নি লাল-সবুজ যুবাদের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফ্রান্স কোয়ার্টারে গেছে। আর অস্ট্রেলিয়া দ্বিতীয় হওয়ায় নবম থেকে ১৬তম স্থানে থাকতে পজিশন ম্যাচ খেলছে। অন্যদিকে বাংলাদেশ লড়ছে ১৭ থেকে ২৪-এ থাকতে। আগের ম্যাচে ওমানকে উড়িয়ে দেওয়ায় বাংলাদেশ যে শীর্ষ বিশে থাকছে তা নিশ্চিত হয়ে যায়।
গতকাল ভারতে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারায় বাংলাদেশ। গ্রুপ পর্বে এই প্রতিপক্ষের বিপক্ষে তিন গোলে পিছিয়ে থেকেও ৩-৩ ড্র করেন আমিরুল, রাকিবুলরা। স্থান নির্ধারণী ম্যাচেও শুরুতে দাপুটে খেলা খেলে দক্ষিণ কোরিয়া প্রথম ২০ মিনিটে ২ গোলে এগিয়ে যায়। এরপরও মনোবল ভাঙেনি বাংলাদেশের। প্রতিপক্ষকে অসহায় বানিয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ ৪-২ গোলে এগিয়ে যায়। হকিতে আবার এক সেকেন্ডেরও নেই ভরসা। এক মিনিটের মধ্যে দুই গোল করা যায়। কোরিয়া ব্যবধান কমিয়ে ছিল ঠিকই। বাংলাদেশের দামাল ছেলেদের সঙ্গে আর পেরে ওঠেনি। ৫-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বিজয় মাসে সত্যিই এক অসাধারণ বিজয়।
১০ মিনিটে লি ফিল্ড গোল করে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে রাখেন। ১০ মিনিট পর তারই জোড়া গোলে ব্যবধান ২-০ হয়। এরপর ভেঙে না পড়ে শুরু হয় আমিরুল ম্যাজিক। যিনি চলতি বিশ্বকাপে সুপারম্যানের রূপ ধারণ করেছেন। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক। এর পর স্থান নির্ধারণী ম্যাচে ওমানের বিপক্ষে হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেন তিনি। গতকাল তারই চতুর্থ হ্যাটট্রিক বীরত্বে বাংলাদেশ অসাধারণ জয় পেয়েছে। ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ব্যবধান ১-২ করেন। ২৪ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে স্কোর করেন ২-২। ১১ মিনিট পর বাংলাদেশকে ৩-২ গোলে এগিয়ে রাখার পাশাপাশি টুর্নামেন্টে চতুর্থ হ্যাটট্রিক করেন আমিরুল। ৫২ মিনিটে ওবায়দুল ফিল্ড গোল করে ৪-২ গোলে এগিয়ে রাখেন। এর তিন মিনিট পর নিজের তৃতীয় গোল করে লি হ্যাটট্রিক করেন। কিন্তু পরাজয় আর ঠেকাতে পারেননি এ কোরিয়ান। ৬০ মিনিটে রাকিবুল হাসান পেনাল্টি কর্নার থেকে জালে বল পাঠালে বাংলাদেশ ৫-৩ গোলে জিতে যায়।
আন্তর্জাতিক হকির আসরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের এটিই ছিল প্রথম জয়। চার হ্যাটট্রিকসহ আমিরুল ১৫ গোল দিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। ৮ ডিসেম্বর অস্ট্রিয়ার বিপক্ষে বাংলাদেশ ১৭-১৮তম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। জিতলে বিশ্বকাপে ১৭তম স্থান দখল করবে। যাকে বলা হয় তৃতীয় ধাপের চ্যাম্পিয়ন।