আইসিসির নভেম্বর সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। তার সঙ্গে তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হার্মার ও পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ। নারী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ভারতের ব্যাটার শেফালি ভার্মা, থাইল্যান্ডের বাঁ-হাতি স্পিনার পুথাঅং ও সংযুক্ত আরব আমিরাতের অলরাউন্ডার এশা ওজা। আইসিসির ওয়েবসাইট গতকাল পুরুষ ও নারী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট নিয়েছেন তাইজুল। সম্প্রতি শেষ হওয়া আয়ারল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন বাঁ-হাতি স্পিনার। ২ টেস্টে ২৬.৩০ গড়ে উইকেট নিয়েছেন ১৩টি। মিরপুরে মুশফিকুর রহিমের ১০০ টেস্টটির উভয় ইনিংসে চারটি করে ৮ উইকেট নেন তাইজুল। সিলেটে নেন ৫ উইকেট। ভারতের মাটিতে ২৫ বছর পর দক্ষিণ আফ্রিকার ঐতিাহিসক টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক অফ স্পিনার সাইমন হার্মার। কলকাতা ও গুয়াহাটি টেস্টে তার উইকেট সংখ্যা ৮.৯৪ গড়ে ১৭টি। পাকিস্তানের বাঁ-হাতি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ দুর্দান্ত পাফরম্যান্স করেন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে। ভারতের দীর্ঘাঙ্গি ওপেনার শেফালি ভার্মা রয়েছেন নভেম্বর সেরা নারী ক্রিকেটারের তালিকায়। নারী বিশ্বকাপের ভারতের স্কোয়াডে শুরুতে ছিলেন না। পরে সুযোগ পান সেমিফাইনাল ও ফাইনালে। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলে ভারতকে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করেন শেফালি ভার্মা। তালিকায় রয়েছেন থাইল্যান্ডের বাঁ-হাতি স্পিনার পুথাঅং। আইসিসি ওমেন্স ইমার্জিং নেশন্স ট্রফিতে চ্যাম্পিয়ন থাইল্যান্ডের পক্ষে ১৫ উইকেট নেন তিনি। একই টুর্নামেন্টে আরব আমিরাতের ওঝা ১৮৭ রানের পাশাপাশি ৭ উইকেট নেন।