লাতিন-বাংলা সুপারকাপে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার। গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৮ মিনিটে সাও বার্নার্দোর ৮ নম্বর জার্সিধারী ফুটবলার গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩১ মিনিটে ফের গোল ব্রাজিলিয়ান ক্লাবের। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন সাও বার্নার্দোর ১৭ নম্বর জার্সিধারী ফুটবলার। ৬৫ মিনিটে ১১ নম্বর জার্সিধারী ফুটবলারের গোলে ব্যবধান ৪-০ করে ব্রাজিলিয়ান ক্লাবটি। লাতিন-বাংলা সুপারকাপে এরপরের ম্যাচে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের মুখোমুখি হবে বাংলাদেশের দল রেড গ্রিন ফিউচার স্টার। এরপর ১১ নভেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। এদিন ব্রাজিলিয়ান কিংবদিন্ত কাফু এবং আর্জেন্টিনার ক্যানিজিয়া বাংলাদেশে আসবেন বলে জানিয়েছে আয়োজকরা।