এক, দুটি নয়। পাঁচটি ক্যাচ ছেড়েছেন ইংল্যান্ডের ফিল্ডাররা। ব্রিসবেন টেস্টে দ্বিতীয় দিন গতকাল বেন স্টোকস বাহিনীর ক্যাচ মিসের শতভাগ সুবিধা নিয়ে ৪৪ রানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ইংলিশরা ফিল্ডিংয়ের শুরুতে ক্যাচ মিস করে ট্রাভিস হেডের। দিন শেষ করে অ্যালেক্স কেয়ারির ক্যাচ মিসে। ব্রিসবেন টেস্টে ক্যাচ মিসে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল দুই দিনে। ব্রিসবেনে সফরকারী স্টোকস বাহিনী প্রথম দিন শেষ করে ৬ উইকেটে ৩৭৮ রানে। কোনো সেঞ্চুরির ইনিংস নেই। ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ৩৩৪ রানে। সফরকারীদের পক্ষে সেঞ্চুরি করেন সাবেক অধিনায়ক জো রুট। তার ১৩৮ রানের ইনিংসটি ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম। টেস্টটি মারনাস লাবুশেনের জন্য বিশেষভাবে স্মরণীয়। ৬৫ রানের ইনিংস খেলার পথে প্রথম ক্রিকেটার হিসেবে দিবা-রাত্রির গোলাপি বলের টেস্টে হাজার রানের মাইলফলক গড়েছেন। গোলাপি বলের টেস্টে লাবুশেন এখন পর্যন্ত ১৬ ইনিংসে
৪ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ১০২৩। দুইয়ে থাকা অধিনায়ক স্টিভ স্মিথের রান ২৫ ইনিংসে ৮৩৯ রান। সেঞ্চুরি করেছেন একটি এবং হাফ সেঞ্চুরি ৫টি। বাঁ-হাতি ডেভিড ওয়ার্নার ১৭ ইনিংসে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে রান করেন ৭৫৩। ট্রাভিস হেড ১৬ ইনিংসে ৭৫২ রান করেন ৩টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চরিতে। এ চার ক্রিকেটারই অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের জো রুট ১৪ ইনিংসে ৬৩৯ রান করেন দুটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে। প্রথম দিনের ৯ উইকেটে ৩২৫ রান নিয়ে খেলতে নেমে অলআউট হয় ৩৩৪ রানে। ১৩৫ রানে অপরাজিত রুট দ্বিতীয় দিনে আউট হন ১৩৮ রানে। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক ৬ উইকেট নেন। অস্ট্রেলিয়া ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে। ৭৩ ওভারে ৫.১৭ স্ট্রাইকরেটে ৬ উইকেটে ৩৭৮ রান করে। ওপেনার জ্যাক উইদার্যাল্ড ৭৮ বলে ৭১ রান করেন ১২ চার ও এক ছক্কায়। রেকর্ড গড়া লাবুশেন ৭৮ বলে ৯ চার ও এক ছক্কায় ৬৫ এবং অধিনায়ক স্মিথ ৮৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬১ রান করেন। সফরকারীদের পক্ষে ব্রাইডন কার্স ৩টি ও অধিনায়ক স্টোকস ২ উইকেট নেন।