আর মাত্র কয়েক মাস পরেই শুরু হবে ফুটবলের বিশ্বযজ্ঞ। উত্তর আমেরিকা মহাদেশের তিন দেশে অনুষ্ঠিত হবে এ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের আর্জেন্টিনা নিঃসন্দেহে শীর্ষ ফেবারিট। তবে আর্জেন্টিনার সঙ্গে সমোচ্চারিত হচ্ছে আরও কয়েকটি নাম। ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও রানার্সআপ ইংল্যান্ডও আছে ফেবারিটের তালিকায়। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্সকে কাঁদিয়ে শিরোপার হাসি হেসেছিলেন লিওনেল মেসিরা। ফুটবল ইতিহাসের সেরা তারকা বনে গিয়েছিলেন লিওনেল মেসি। চার বছর পরও সেই দলটাকে ফেবারিটের তালিকা থেকে বাদ দিতে পারছে না কেউ। বিশেষ করে ইন্টার মায়ামিতে লিওনেল মেসির দুরন্ত ফর্ম আরও একবার বিশ্ব জয়ের স্বপ্ন দেখাচ্ছে আর্জেন্টাইনদের। গতকাল অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ড্র। আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। এছাড়াও জে গ্রুপের আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। পথ অনেক কঠিন। এবার হবে ৪৮ দলের লড়াই। এ লড়াইয়ে একবার পা ফসকালেই শিরোপার আশা শেষ হয়ে যেতে পারে। ইংল্যান্ড এবং স্পেনও আছে শীর্ষ ফেবারিটের তালিকায়। বহু বছর ধরেই ইংলিশরা বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার আশায় গান গেয়ে চলেছে। প্রতিটা ম্যাচেই তারা ‘ইটস কামিং হোম’ গান গায়। তবে ১৯৬৬ সালের পর আর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারেনি ইংলিশরা। এবার তাদের সামনে আছে দারুণ সুযোগ। হ্যারি কেইনের নেতৃত্বে টমাস টুখেলের অধীন দলটা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে। ডিফেন্স, মিডফিল্ড আর আক্রমণভাগে আছে শক্তির ভারসাম্য।
গ্রুপ পর্ব
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও প্লে অফ ডি।
গ্রুপ বি : কানাডা, প্লে অফ এ, কাতার ও সুইজারল্যান্ড।
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও প্লে অফ সি।
গ্রুপ ই : জার্মানি, কুরাকাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর।
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, প্লে অফ বি ও তিউনিসিয়া।
গ্রুপ জি : বেলজিয়াম, মিসর, ইরান ও নিউজিল্যান্ড।
গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, প্লে অফ২ ও নরওয়ে।
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
গ্রুপ কে : পর্তুগাল, প্লে অফ১ উজবেকিস্তান ও কলম্বিয়া।
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।