বাংলাদেশ ফুটবল লিগে একের পর এক ম্যাচ জয় করেই চলেছে বসুন্ধরা কিংস। নতুন মৌসুমে টানা পাঁচ ম্যাচে অপরাজিত দলটি। গতকাল মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গোল উৎসব করেছে কিংস। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে ৫-১ গোলের বড় ব্যবধানে। আগের ম্যাচে রহমতগঞ্জের জালেও ৫ গোল দিয়েছিল কিংস। টানা দুই ম্যাচে কিংসের গোলবন্যা দেখল দর্শকরা।
গতকাল ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। তবে রাকিব হোসেন সুযোগটা সময়মতো কাজে লাগাতে পারেননি। প্রতিপক্ষ দলের ডিফেন্ডার কর্নারের বিনিময়ে এ যাত্রা দলকে বাঁচিয়ে দেন। ম্যাচের ১২তম মিনিটে ডরিয়েলটনের প্লেসমেন্ট শট ফিস্ট করে গোল বাঁচান ব্রাদার্সের গোলরক্ষক ইসহাক আলি। প্রথমার্ধের শেষ দিকে প্রথম গোল করে বসুন্ধরা কিংস। ম্যাচের ৪১তম মিনিটে ডান দিক থেকে রাকিবের ক্রসে কিংসকে লিড এনে দেন ডরিয়েলটন। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটা গোলের সুযোগ পান তিনি। ডরিয়েলটনের আক্রমণ রুখে দিলেও ফয়সাল আহমেদ ফাহিমকে আটকাতে পারেননি ব্রাদার্সের গোলরক্ষক। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় বসুন্ধরা কিংস। বিরতির পর গোল শোধ দেওয়ার বিপরীতে কিংসের একের পর এক আক্রমণের কাছে কোণঠাসা হয়ে পড়ে ব্রাদার্স। ৫০ মিনিটে কিংসের তৃতীয় গোল করেন সানডে এমানুয়েল। ডান দিক থেকে বক্সের মধ্যে সানডেকে পাস বাড়ান রাকিব। ফাঁকায় দাঁড়ানো সানডে সহজেই বাঁ পায়ে গোল করেন। ৫৪ মিনিটে মিডফিল্ডার সোহেল রানা জুনিয়রের গোলে ব্যবধান ৪-০ করে কিংস। ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন ডরিয়েলটন। এরপরও গোলের সুযোগ পেয়েছিল কিংস। তবে ব্যবধান আর বাড়াতে পারেনি। ম্যাচের ৯০ মিনিটে জামালের কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান কমান ব্রাদার্সের মোজাম্মেল হোসেন। এ জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ৭ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়ন তিন নম্বরে।