বসুন্ধরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ১০টি বেসরকারি প্রতিষ্ঠানের ক্রিকেট উৎসব। ঢাকা মেভেরিক্স নিবেদিত ‘ফ্রস্ট ব্লাস্ট টি-২০’ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন মার্কেন্টাইল ব্যাংক। টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপাধারীও দলটি। গতকাল বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ২৬ রানে হারায় মার্কেন্টাইল ব্যাংক। এ সময় ফাইনাল খেলা উপভোগ করেন বসুন্ধরা সাফওয়ান গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও তাঁর স্ত্রী ইয়াশা সোবহান। গতকাল টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বর্তমান চ্যাম্পিয়ন মার্কেন্টাইল ব্যাংক। অধিনায়ক নিপুর ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় তার দল। ৪৬ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন এ ব্যাটার। ৮ চার ও ৫ ছক্কা মারেন নিপু। দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় মার্কেন্টাইল ব্যাংক। ৯ রানে সাজঘরে ফেরেন ওপেনার হাবিব রহমান। অধিনায়ক নিপু ও নিলয় দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন। ২৭ বলে ৪১ রান করে ফেরেন উইকেটকিপার-ব্যাটার নিলয়। ২ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। পরে নিপু ৪০ বলে ৭৫ রানের জুটি গড়েন ইকবালকে নিয়ে। ইকবাল খেলেন ২২ বলে ৩৮ রানের ইনিংস। এ ছাড়া নাজির ৫, মাহমুদ ২৩ রান করেন। ২০ ওভার শেষে ৫ উইকেটে ২১৫ রান করে মার্কেন্টাইল ব্যাংক। বসুন্ধরার হয়ে তিন ওভারে ৪০ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জনি। ৪ ওভারে ১৮ রান খরচে ২ উইকেট নেন তানিম। ২১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানে প্রথম উইকেট হারায় বসুন্ধরা স্ট্রাইকার্স। মাঈনকে (২) ফেরান আতাহার। পরে ওপেনার খালেদ ৪০ রানের জুটি গড়েন সুমনকে নিয়ে। ২৩ বলে ৪০ রানের ইনিংস খেলে ফেরেন খালেদ। ৩টি করে ৪ ও ছক্কায় ইনিংসটি সাজান তিনি। পরে সুমন ও তাপসের ৬৪ রানের জুটিতে মার্কেন্টাইলের প্রতিরোধ ভাঙার চেষ্টা করে বসুন্ধরা। ২৩ বলে ৪০ রান করে ফেরেন তাপস। শূন্য রানে আউট হন অন্তু। অধিনায়ক শেহজাদ আকবর সোবহান শেষের দিকে ৬ বলে ১টি করে চার ও ছক্কায় ১৪ রানের ইনিংস খেললেও শেষ পর্যন্ত জিততে পারেনি বসুন্ধরা স্ট্রাইকার্স। ২৬ রানের জয় পায় মার্কেন্টাইল ব্যাংক।
এর আগে শেহজাদ আকবর সোবহানের নেতৃত্বে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বসুন্ধরা স্ট্রাইকার্স। দলকে শিরোপার লড়াইয়ে নিয়ে আসার পথে অধিনায়কোচিত পারফরম্যান্স করেন শেহজাদ। টুর্নামেন্টের ৬ ম্যাচে স্পিন ঘূর্ণিতে শিকার করেন ৭টি উইকেট। ব্যাট হাতেও বসুন্ধরা স্ট্রাইকার্সের অধিনায়ক ছিলেন দুরন্ত। টুর্নামেন্টে ৬ ম্যাচে ৫ ইনিংসে করেন ৭৭ রান। শেহজাদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৫৬*।
‘ফ্রস্ট ব্লাস্ট টি-২০’ চ্যাম্পিয়নশিপের মাসব্যাপী এবারের আসরে অংশগ্রহণ করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণফোন, জেটিআই, বাংলাদেশ লয়ার্স ক্রিকেটার্স ক্লাব, টিম আর্কিটেকটস, ব্র্যাক ইউনিভার্সিটি এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা মেভেরিক্স।
মার্কেন্টাইল ব্যাংক
২১৫/৫, ২০ ওভার
নিপু ৮৫, নিলয় ৪১, ইকবাল ৩৮, মাহমুদ ২৩; তানিম ২/১৮, জনি ৩/৪০ ।
বসুন্ধরা স্ট্রাইকার্স
১৮৯/৭, ২০ ওভার
খালেদ ৪০, সুমন ৪৯, তাপস ৪০; নজরুল ১/২৩, ফয়সাল ৩/৪২।