আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যারন ফিন্স। এ অস্ট্রেলিয়ান ওপেনার ২০১৮ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে ১৭২ রানের ইনিংস খেলেন। যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ১৬ চার ও ১০ ছক্কায় রেকর্ড ইনিংসটি সাজান এ অস্ট্রেলিয়ান ব্যাটার।