স্প্যানিশ লিগায় টানা তিন ম্যাচে হোঁচট রিয়াল মাদ্রিদের। এতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনোর কাছে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে হার মানতে হয়েছে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসাস জুনিয়রদের। এটা অনেকটা আকাশ ভেঙে পড়ার মতোই অবস্থা লস ব্লাঙ্কোসদের। এমন সময় আবার এমবাপ্পে ম্যাজিক। এ ফরাসি তারকার জোড়া গোলে ভর করে ফাঁড়া কাটাল জাবি আলোন্সির দল। লা লিগায় টানা তিন ম্যাচে হোঁচটের পর জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ৩-০ গোলে জিতে বার্সেলোনার (৩৭) সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল কিলিয়ান এমবাপ্পেরা (৩৬)। এ ম্যাচে জোড়া গোল করেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে। আরেকটি গোল করে তাকে সঙ্গ দিয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করেন ফরাসি তারকা। ৪২ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন কামাভিঙ্গা। এ গোলেও সহায়তা করেন এমবাপ্পে। বিরতির পর ৫৯ মিনিটে জয়ের ব্যবধান ৩-০ করেন এমবাপ্পে। চলতি লিগে এটি তার ১৬তম গোল। লা লিগায় তো বটেই, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যেই যা সর্বোচ্চ। ১৫ গোল নিয়ে দুইয়ে আর্লিং হল্যান্ড। আর সবমিলিয়ে এমবাপ্পে এ মৌসুমে ২৫ গোল করে আছেন শীর্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ গোল করেছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন।