সুবর্ণ সুযোগ বসুন্ধরা কিংসের। পেশাদার ফুটবল লিগে এবার চ্যাম্পিয়ন হলে ঢাকা আবাহনীকে ছুঁয়ে ফেলবে। পেশাদার ফুটবল চালু হওয়ার পর সর্বোচ্চ ছয়বার লিগ জিতেছে আবাহনী। অন্যদিকে বসুন্ধরা কিংস জিতেছে পাঁচবার। পথ অনেক দূর হলেও কিংস সেই পথে হাঁটছে। চলতি লিগে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। আজ থেকে পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে কিংস এদিন অ্যাওয়ে ম্যাচ খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। আগের ম্যাচে রহমতগঞ্জকে ৫-০ গোলে হারিয়ে এবার লিগে সর্বোচ্চ ব্যবধানে জিতেছে কিংস। তবে প্রতিপক্ষ ব্রাদার্স অপেক্ষাকৃত দুর্বল হলেও কিংসকে আজ সতর্ক হয়েই খেলতে হবে। গতবার গোপীবাগের দলটি আরও দুর্বল থাকার পরও লিগে দুবারই ড্র করে তপু বর্মণদের রুখে দিয়েছিল। প্রথম লেগে ১-১ আর দ্বিতীয় লেগে ফল ছিল গোলশূন্য। এবার ব্রাদার্স ভালোই দল গড়েছে। বিশেষ করে তাদের নেপালিরা ভালোই খেলছেন। আবাহনীকে হারিয়ে শক্তির প্রমাণ দিয়েছে। চার ম্যাচে দুই জয়, এক ড্র ও এক হারে পয়েন্ট তাদের সাত। ফর্টিস ও রহমতগঞ্জেরও সাত। কিংসই একমাত্র ক্লাব হার মানেনি। তবে মুন্সিগঞ্জে খেলা, তেমন উপযোগী মাঠও নয়। অনেকটা ঝুঁকিপূর্ণও বলা যায়। পুরো পয়েন্ট পেতে সতর্ক হয়েই খেলতে হবে ডরিয়েলটন, সানডেদের। আজ একটি ম্যাচ, কাল চারটি। কুমিল্লায় মোহামেডান খেলবে পিডব্লিউডির বিপক্ষে। কিংস অ্যারিনায় অ্যাওয়ে ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ ফর্টিস এফসি। মুন্সিগঞ্জে রহমতগঞ্জ ও আরামবাগ মুখোমুখি হবে। গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসি লড়বে ইয়ংমেন্স ফকিরাপুলের বিপক্ষে। প্রথম লেগের অর্ধেক ম্যাচ শেষ হবে কালই। এরপর দ্বিতীয় লেগ মিলিয়ে আরও ১৩ ম্যাচ। সুতরাং শিরোপা কে যে জিতবে বলা যায় না। তবে শক্তির বিচারে কিংসকেই ফুটবল বিশ্লেষকরা এগিয়ে রাখছেন।