আসন্ন ফিফা বিশ্বকাপের আগে ঢাকায় যেন আরেক মিনি ফুটবল বিশ্বকাপ। আগামীকাল বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকায় শুরু হচ্ছে ষষ্ঠ এম্বাসি ফুটবল ফেস্ট। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ২৪টি দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করবে। গতকাল বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও গেম প্লে। এ সময় টুর্নামেন্টের জার্সি ও চ্যাম্পিয়নশিপ ট্রফি উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল আরিফ মোহাম্মদ, কানাডার হাইকমিশনার অজিত সিং, রয়েল নরওয়েজিয়ান এম্বাসেডর হাকন অ্যারাল্ড গুলব্রান্ডসন, সৌদি আরবের ডেপুটি এম্বাসাডর ইব্রাহিম আলাহমারি, সৌদিয়া বাংলাদেশের ম্যানেজার সালমান এ আলালি ও ছুটি অরণ্যবাস ও ছুটি ফরেস্ট ইগলের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম মাসুদ প্রমুখ। বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে শুক্রবার সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। শনিবার বিকালে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের এম্বাসি ফুটবল ফেস্টের।
ষষ্ঠ আসরে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, মার্কিন দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন, অস্ট্রেলিয়ার হাইকমিশন, কানাডার হাইকমিশন, সৌদি হাইকমিশন, পাকিস্তান হাইকমিশন, ভারতীয় হাইকমিশন, ভিয়েতনাম হাইকমিশন, জাতিসংঘ, নরডিক (ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন) দল, ইন্দোনেশিয়ার হাইকমিশন, মালয়েশিয়ার হাইকমিশন, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, ফিলিস্তিনের হাইকমিশন, নেদারল্যান্ডসের হাইকমিশন, তুরস্কের হাইকমিশন এবং ইতালির হাইকমিশনসহ মোট ২৪টি দল।