বিপিএলের প্রথম ১১ আসর শুরু হয়েছে মিরপুর স্টেডিয়ামে। বিসিবি এবার ১২তম আসরে আগের অবস্থান পাল্টে ফেলেছে। দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল এবার শুরু হবে সিলেটে। ছয় দলের বিপিএল শুরু ২৬ ডিসেম্বর। ফাইনাল ২৩ জানুয়ারি। আনুষ্ঠানিকভাবে গতকাল বিপিএলের সূচি ঘোষণা করেছে বিসিবি। ছয় দলের টি-২০ টুর্নামেন্টের খেলাগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম এবং মিরপুর স্টেডিয়ামে। উদ্বোধনী দিনে দুটি খেলা। দুপুর ২টায় টুর্নামেন্টের সূচনা ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা ৭টায় খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। সিলেট দিয়ে টুর্নামেন্ট শুরুর ব্যাখ্যায় বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘একটু নতুনত্ব আনলাম। আগের আসরগুলোতে মিরপুর স্টেডিয়ামেই খেলা বেশি হতো। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চাইছেন, সারা দেশে খেলা ছড়িয়ে পড়ুক। এজন্যই মিরপুরে সূচিতে খেলা কম। রাজশাহীতে খেলা আয়োজনের পরিকল্পনা ছিল। ভবিষ্যতে হয়তো রাজশাহী, বগুড়ায় খেলা হবে। এবার দল কম। খেলাও কম। চট্টগ্রাম ও সিলেটে আমাদের ক্রিকেটাররা বেশি করে খেলা খেললে বিশ্বকাপের প্রস্তুতিটাও ভালো হবে।’
ছয় দলের টুর্নামেন্টের নিলাম হয়েছে ৩০ নভেম্বর। শুরুর দুই আসরে নিলাম হয়েছিল। এরপর ড্রাফট পদ্ধতিতে দল গুছিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের আসরে চমকের নাম মোহাম্মদ নাঈম শেখ। নিলামের প্রথম ডাক ছিল নাঈম শেখকে নিয়ে। তিন দলের তীব্র লড়াইয়ের মধ্যে ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমের দলভুক্ত করেছে চট্টগ্রাম রয়্যালস। এবারের আসরে নেই সাকিব আল হাসান, তামিম ইকবালরা। শেষ মুহূর্তে দল পেয়েছেন দেশের দুই কিংবদন্তি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। মাহমুদুল্লাহকে দলভুক্ত করেছে রংপুর রাইডার্স, মুশফিককে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে নিয়েছে সিলেট টাইটানস। বিপিএলের ছয় দলের টুর্নামেন্টে এবার খেলা হবে ৩৪টি। প্রথম ১২ ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরের ১২ ম্যাচে চট্টগ্রামে। শেষ ১০ ম্যাচ হবে মিরপুরে। মিরপুরে লিগ পর্বের ছয় ম্যাচের বাইরে ফাইনাল, এলিমিনেটর ও প্লে-অফের ম্যাচ হবে। ফাইনাল ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায়। ১৯ জানুয়ারি প্রথম এলিমিনেটর দুপুর ১টায় এবং একই দিন সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ার। ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় দ্বিতীয় কোয়ালিফায়ার। এবারের বিপিএলে অংশ নিচ্ছে ছয় দল- ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। দল কম হওয়ায় ম্যাচ সংখ্যা কমে গেছে। গত আসরে খেলেছিল সাতটি দল। এবার কমেছে একটি। রংপুরের প্রথম ম্যাচ ২৯ ডিসেম্বর। দুপুর ১টায় ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। এবারের আসরে দলগুলোর খেলা তাদের স্বাগতিক ভেন্যুতে বেশি দিয়েছে বিসিবি। রংপুর, নোয়াখালী ও রাজশাহীর নিজস্ব ভেন্যু নেই। ঢাকা ক্যাপিটালসের ভেন্যু মিরপুর স্টেডিয়াম, চট্টগ্রাম রয়্যালসের ভেন্যু বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম ও সিলেট টাইটানসের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। রংপুরের দ্বিতীয় ম্যাচ ৩০ ডিসেম্বর, প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। ১ জানুয়ারি রংপুর-রাজশাহী, ২ জানুয়ারি রংপুর-সিলেট ম্যাচ দিয়েই শেষ হচ্ছে সিলেট পর্ব। তিন দিনের বিরতির পর ৫ জানুয়ারি দুপুর ১টায় রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম পর্ব। ৬ জানুয়ারি রংপুর-চট্টগ্রাম, ৮ জানুয়ারি রংপুর-সিলেট, ১১ জানুয়ারি রংপুর-নোয়াখালী, ১২ জানুয়ারি রংপুর-রাজশাহী ম্যাচ। দুই দিনের বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে ঢাকা পর্ব।
ঢাকায় প্রথম দিন মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেস। লিগ পর্ব শেষ হবে রংপুর-নোয়াখালী ম্যাচ দিয়ে।