আশি-নব্বই দশকে ইংল্যান্ডের অন্যতম ক্রিকেটার রবিন স্মিথ। সেই সময়কার ওয়েস্ট ইন্ডিজের দ্রুতগতির বোলিং সামলানোয় খ্যাতি ছিল এ ব্যাটারের। চুলের কাটের জন্য ‘জাজি’ নামে পরিচিতি পাওয়া স্মিথ সোমবার পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে নিজ বাসায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। স্মিথের সাবেক কাউন্টি দল সতীর্থ ও বিবিসি রেডিও সোলেন্টে ক্রীড়া উপস্থাপক কেভান জেমস গতকাল তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’। কাউন্টি দল হ্যাম্পশায়ারে খেলা স্মিথ ইংল্যান্ডের হয়ে ৬২ টেস্টে ৪৩.৬৭ গড়ে ৯ সেঞ্চুরিসহ ৪ হাজার ২৩৬ রান করেন। ৭১ ওয়ানডেতে ৩৯.০১ গড়ে চার সেঞ্চুরিসহ ২৪১৯ রান করেন স্মিথ। ১৯৯৬ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
ব্রিটিশ পিতার ঘরে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এ ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র আট বছরের। তবে এ সময় ইংল্যান্ডের মিডল অর্ডারে ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন। ১৯৯৪ সালে অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ভয়ংকর পেস আক্রমণের বিপক্ষে তার ১৭৫ রানের ইনিংসটি এ সংস্করণে ক্যারিয়ারসেরা।