হকির যে কোনো বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ। অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে গ্রুপের দুটি ম্যাচও খেলে ফেলেছেন যুবারা। অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার ও পরেরটা দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করেছে। জয় না এলেও এ ফল নিঃসন্দেহে প্রশংসনীয়। ক্রীড়াপ্রেমীদের ধারণা ছিল প্রতি ম্যাচে গোলের বন্যায় ভাসবে বাংলাদেশ। তা কিন্তু দেখা যাচ্ছে না। হকির পরাশক্তি দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করে ৫-৩ গোলে হেরেছে। বিশ্ব হকির শক্তিশালী আরেক দেশ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে তারা। ৩-০ গোলে পিছিয়ে থেকেও বাংলাদেশের এ ড্র গৌরবময়।
প্রতিপক্ষরা তুলনামূলক এতটা শক্তিশালী যে, সবাই নিশ্চিত ছিলেন গ্রুপের তিন ম্যাচেই বাংলাদেশ গো হারা হারবে। বাস্তবে অভিষেক বিশ্বকাপে বাংলাদেশের যুবাদের পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করছে। সত্যি বলতে কি যা ভাবাই যাইনি। বিশেষ করে একজনের কথা না বললেই নয়। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে তিনি রীতিমতো আলো ছড়াচ্ছেন। নজর কাড়তে সক্ষম হয়েছেন বিশ্ব হকির অঙ্গনে। আমিরুল ইসলাম। যাকে সবাই বাংলাদেশের ড্রাগ ফ্লিক বিশেষজ্ঞ ডিফেন্ডার হিসেবে চেনেন।
জাতীয় দলের মূল বিশ্বকাপ আর অনূর্ধ্ব-২১-এর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। কিন্তু যুব বিশ্বকাপের পারফরম্যান্স দেখে ধারণা নেওয়া হয় কারা হতে পারেন আগামীতে বিশ্ব হকির পরিচিত মুখ। জানি না বিশ্ব হকি এক্সপার্টদের তালিকায় আমিরুল থাকবেন কি না? তবে দুই ম্যাচে বাংলাদেশের আমিরুল যা করেছেন তা ইতিহাস। যেখানে মাঠে বাংলাদেশের দাঁড়ানোর কথা না। সেখানে কি না শুরুতে অভিষেক আসরে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে আমিরুল আলাদা জায়গা করে নিয়েছেন। আসরের সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে হারলেও সমানতালে লড়াই করেছে বাংলাদেশ। আমিরুল প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে বিরল রেকর্ড গড়েছেন।
দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থাকায় বড় হারের আভাস দিচ্ছিল বাংলাদেশ। কিন্তু অসম্ভবকে সম্ভবে রূপান্তরিত করেছেন আমিরুলই। টানা তিন পেনাল্টি কর্নারে গোল করে আমিরুল দ্বিতীয় হ্যাটট্রিক করেন। টানা দুই ম্যাচে ম্যাচসেরা পুরস্কারও উঠেছে তার হাতে। হকিতে এমন কৃতিত্ব কখনো ঘটেছে কি? দল জেতেনি, অথচ দুই ম্যাচে হ্যাটট্রিক আর সেরার খ্যাতি পাওয়া খেলোয়াড় যে একজন বাংলাদেশি তা কি ভাবা যায়? ঝাঁকড়া চুল, সবমিলিয়ে কিছুটা হলেও হামজার সঙ্গে আমিরুলের মিল পাওয়া যায়। সে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ লিখছেন আমিরুল যেন হকির হামজা। গোল করছেন আবার সব পজিশনেই খেলছেন। ফ্রান্সের বিপক্ষে বাংলাদেশের গ্রুপে আজ শেষ ম্যাচ। হয়তো জেতা সম্ভব হবে না। কিন্তু চোখ থাকবে আমিরুলের দিকেই।