মেসি-অ্যালেন্দে ম্যাজিকে ইতিহাস গড়ল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফ ফাইনালে কনফারেন্স ট্রফি জিতে নিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল। রবিবার রাতে নিউইয়র্ক সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে মেসিরা জায়গা করে নিয়েছে এমএলএস কাপের লড়াইয়ে। ম্যাচে একটি গোলে অ্যাসিস্ট করে ব্যক্তিগত আরেকটি রেকর্ডও গড়েছেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা মেসি। দীর্ঘ দুই বছরের অপেক্ষার পর অবশেষে স্বপ্নপূরণ হতে চলেছে ইন্টার মায়ামির। দুই ম্যাচে দুটি শিরোপার লড়াইয়ের প্রথমটি ইতোমধ্যে জিতে নিয়েছেন মেসিরা। এবার দ্বিতীয় লড়াই। মেজর লিগ সকারের ট্রফির মূল লড়াই এটিই। ইস্টার্ন কনফারেন্সের ট্রফিজয়ী মায়ামি মুখোমুখি হবে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালজয়ী ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের।
আর্জেন্টাইন উইঙ্গার তাদেও অ্যালেন্দের অবিশ্বাস্য হ্যাটট্রিকে গোল বন্যায় ভাসল নিউইয়র্ক সিটি! ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে প্রতিপক্ষকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে মেসির মায়ামি। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন অ্যালেন্দে, একটি করে গোল করেন সিলভেত্তি ও সেগোভিয়ার। গোল না পেলেও সিলভেত্তির গোলে অ্যাসিস্ট করে ব্যক্তিগত আরেকটি রেকর্ডও গড়েছেন মেসি। এটি ছিল মেসির ক্যারিয়ারের ৪০৫তম অ্যাসিস্ট। এর মাধ্যমে ফেরেঙ্ক পুসকাসকে পেছনে ফেলে ফুটবল ইতিহাসে এককভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। আর পেশাদার ক্যারিয়ারে এ নিয়ে ৪৭ বার শিরোপা জয়ের স্বাদ পেলেন এ আর্জেন্টাইন কিংবদন্তি। ফুটবলার হিসেবে যা এককভাবে সর্বোচ্চ। নিয়মিত মৌসুমে মায়ামি কনফারেন্সে পয়েন্টে এগিয়ে ছিল ভ্যাঙ্কুভারের চেয়ে। শনিবার ফাইনালে যে দলই জিতুক প্রথমবার এমএলএস কাপ জয়ের স্বাদ পাবে মেসির মায়ামি।