শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে যুব বিশ্বকাপ হকির মিশন শুরু করে বাংলাদেশ। প্রতিপক্ষের বিপক্ষে ৩-৫ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে তারা। তবে যুব বিশ্বকাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের দেশ। গতকাল চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণ হকি স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। জিততে না পারলেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশ। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাট্রিক করার পর এ ম্যাচেও হ্যাট্রিক করেছেন বাংলাদেশের ড্র্যাগ ফ্লিক স্পেশালিস্ট আমিরুল ইসলাম। এটি আসরে হ্যাটট্রিকে সর্বোচ্চ ৬ গোলদাতা তিনি। আগামীকাল একই ভেন্যুতে আসরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ ফ্রান্সের মুখোমুখি হবে মেহরাব হাসানরা। অন্তত একটি ম্যাচে জয়ের আশা নিয়ে যুব বিশ্বকাপ হকি খেলতে গেছে বাংলাদেশ।
গতকাল ম্যাচ শুরুর ৮ মিনিটে লি মিন হাইওক তার দলের দ্বিতীয় পেনাল্টি কর্নারটি বাংলাদেশের জালে পাঠালে কোরিয়া এগিয়ে যায়। ৫ মিনিট পরে সন সিওংহান আরেকটি পেনাল্টি কর্নারে করেন দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় গোলটি। লি মিন হাইওক ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় ও দলের ৩-০ গোল করেন।
দ্বিতীয় কোয়ার্টারের শেষে কোরিয়া ৩-০ গোলে এগিয়ে ছিল। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান কমায়, খেলার ৩৮ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নারে গোল করেন। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটেই আবার ব্যবধান কামায় বাংলাদেশ। আমিরুল আবার তার দূরন্ত পেনাল্টি কর্নারে নিজের দ্বিতীয় গোলটি করে স্কোর ৩-২ করেন। ৫৬ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নারে তৃতীয় গোল করে টুর্নামেন্টে আমিরুল তার টানা দ্বিতীয় হ্যাট্রিক অর্জন করেন। ম্যান অব দ্য ম্যাচও হন তিনি। টুর্নামেন্টের ‘এফ’ গ্রুপে ২ ম্যাচে ১ হার ও ১ ড্রতে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ। আর চারে আছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে একটি করে জয় নিয়ে সমান ৩ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে আছে ফ্রান্স ও অস্ট্রেলিয়া। গতকাল আরেক ম্যাচে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। এ ম্যাচের ফলে পয়েন্ট টেবিলের পরিবর্তন হতে পারে।